X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন প্রক্রিয়ায় বিদেশি নাগরিকদের কাছে যাচ্ছে ভুয়া জন্মসনদ

শাহেদ শফিক
২৯ মার্চ ২০১৮, ১৩:৩৬আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৪:০১

জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ের ওয়েব লিংক ভুয়া জন্মসনদ সংগ্রহের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করিয়ে বিদেশি নাগরিক ও দেশি প্রতারকদের অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোর অভিযোগ পুরনো। সম্প্রতি এদের সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গারাও। ভুয়া এসব জন্মসনদ তিন প্রক্রিয়ায় ইস্যু করা হয়ে থাকে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সরকারের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাই এই প্রতারণার সঙ্গে জড়িত।
জানা গেছে, কোনও ব্যক্তির জাতীয় পরিচয়পত্র না থাকলেও জন্ম সনদ দিয়ে পাসপোর্ট তৈরি করা যায়। এই সুযোগ কাজে লাগিয়েই ভুয়া জন্মসনদ সংগ্রহে মনোযোগী একটি প্রতারক চক্র। আর সেই ভুয়া জন্মসনদ সংগ্রহে মূলত তিনটি প্রক্রিয়ায় হয়ে থাকে। জন্ম নিবন্ধনের এই ভুয়া তথ্য প্রতিবছর ঢুকে পড়ছে জন্ম নিবন্ধনের সরকারি হিসাবে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ থেকে কক্সবাজারে অবস্থানরত দুই রোহিঙ্গার এমন ভুয়া জন্মসনদ ধরা পড়ার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।
নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা বলছেন, সাধারণত কর্মকর্তাদের ইউজার আইডি দিয়েই জন্মসনদ ইস্যু করা হয়। জাল সনদ তৈরির ক্ষেত্রেও এসব ইউজার আইডিই ব্যবহার করা হয়। এ ছাড়াও মন্ত্রণালয় বা কেন্দ্রীয় সার্ভারের নিয়ন্ত্রক এবং আইডি হ্যাকের মাধ্যমেও জাল জন্মসনদ ইস্যু হতে পারে।
জন্ম বা মৃত্যুসনদ নিবন্ধন দেওয়া ইউজার আইডিগুলো নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে কেন্দ্রীয় সার্ভার নিয়ন্ত্রকের। এ তথ্য জানিয়ে ডিএসসিসি অঞ্চল ২-এর একজন নিবন্ধনকারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আইডিতে প্রবেশ বা আইডি বন্ধ করার অ্যাকসেস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রয়েছে। ইউজার আইডি থেকে সনদ ইস্যু করার পর তাতে ভুল থাকলে কেন্দ্রীয় সার্ভার থেকে তা সংশোধন করা যায়। ফলে ওই একই জায়গা থেকে নতুন সনদ ইস্যুও করা যায়। আবার নিবন্ধনকারী কর্মকর্তা চাইলে নিয়মের বাইরে গিয়ে নিজ ইউজার আইডি থেকেও ভুয়া সনদ ইস্যু করতে পারেন। সেক্ষেত্রে ওই ভুয়া সনদ নিয়ে কোনও অভিযোগ উঠলে তার দায় নিবন্ধনকারী ইউজার আইডি ব্যবহারকারীকেই নিতে হবে।’
ডিএসসিসির ওই কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রীয় সার্ভার থেকে কোনও সনদ ইস্যু করার ক্ষেত্রেও কোনও না কোনও ইউজার আইডি ব্যবহার করেই অ্যাকসেস করতে হয়। সেক্ষেত্রে অব্যবহৃত বা পুরাতন আইডিও ব্যবহার হতে পারে। আমাদের কোনও আইডি থেকে যদি কাউকে সনদ দেওয়া হয়, তা আমাদের আইডিতেই সংরক্ষিত থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা সর্বশেষ ধরা পড়া ভুয়া আইডির উদাহরণ টেনে বলেন, “সম্প্রতি ‘ডিএসসিসি কোরবান’ নামে যে ইউজার আইডি ব্যবহার করে কক্সবাজারের দুই রোহিঙ্গার সনদ ইস্যু করা হয়েছে, সেই কোরবান আলী দেড় বছর আগেই অবসরে গেছেন। অবসরে যাওয়ার পরও তার আইডি কেন সচল থেকে গেলো?” ওই আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা প্রশ্ন তোলেন— এই পাসওয়ার্ড পরিবর্তনের অ্যাকসেস বা এখতিয়ার কার থাকতে পারে?
ডিএসসিসি থেকে ইস্যু করা হলেও ওই দু’টি জন্ম নিবন্ধন সনদসহ আরও কয়েকটি সনদে ডিএসসিসি এলাকার বাইরের এলাকার এরিয়া কোড ব্যবহার করা হয়েছে। অবসরে যাওয়া ডিএসসিসি কর্মকর্তা কোরবানের আইডি হ্যাক করে বা কেন্দ্রীয় সার্ভারের নিয়ন্ত্রণ থাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ওই আইডিতে প্রবেশ করে এই সনদ ইস্যু করা হয়ে থাকতে পারে জানান একাধিক কর্মকর্তা।
ভুয়া সনদ ইস্যুর তৃতীয় পদ্ধতিটি হলো হ্যাকিং। তবে হ্যাকিংয়ের মাধ্যমে সনদের সব তথ্য নির্ভুলভাবে পূরণ করা যায় না বলে মনে করছে সিটি করপোরেশন। তবুও শঙ্কা এড়াতে সিটি করপোরেশনের জন্মনিবন্ধন শাখার ইউজার আইডি ব্যবহারকারীদের সব অ্যাকাউন্ট বন্ধ করে প্রতিটি জোনে দায়িত্বশীল একজন স্যানিটারি ইনস্পেক্টরের অ্যাকাউন্ট চালু রাখা হয়েছে।
ডিএসসিসি কর্মকর্তারা বলছেন, পৌরসভা বা সিটি করপোরেশন এলাকায় স্থায়ী বাসিন্দা না হলেও সংস্থা দু’টি থেকে অস্থায়ী বাসিন্দা হিসেবে জন্মসনদ সংগ্রহ করা যায়। এই সুযোগ নিয়েই প্রতারকরা নিজ এলাকার বাইরের কোনও সিটি করপোরেশন বা পৌরসভা এলাকা থেকে ভুয়া সনদ সংগ্রহের চেষ্টা চালিয়ে থাকে। করপোরেশন বা পৌরসভার সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের সঙ্গে দেন দরবারের মাধ্যমে এই কাজ হয়ে থাকে।
সম্প্রতি দুই রোহিঙ্গার নামে জন্মসনদ ইস্যু বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যু নিবন্ধন) প্রশাসন শাখা থেকে ডিএসসিসি বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়, সনদ জালিয়াতির অভিযোগ আসার পর সারাদেশের সব ইউজার আইডির পুরনো বইয়ে ডাটা এন্ট্রির সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ডিএসসিসির দাবির পরিপ্রেক্ষিতে সংস্থাটির অধীন ইউজার আইডি ব্যবহার করে পুরনো জন্ম নিবন্ধন বইয়েও ডাটা এন্ট্রির সুযোগ রাখা হয়। তবে এ সময় তাদের পর্যাপ্ত সতর্কতার সঙ্গে ডাটা এন্ট্রি দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল।
দুই রোহিঙ্গার হাতে যাওয়া ভুয়া জন্ম নিবন্ধন সনদের বিষয়টি ধরা পড়লে করপোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সংস্থার সংশ্লিষ্ট জোন অফিসের মাত্র একজন কর্মকর্তা জন্ম ও মৃত্যুসনদ নিবন্ধন করার দায়িত্বে রয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে একাধিক আইডি ব্যবহার করে সংস্থার প্রতিটি জোন থেকে নাগরিকদের জন্মসনদ ইস্যু করা হতো।
এদিকে, ইউজার আইডি থেকে ডাটাবেজের পুরনো বইয়ে ডাটা এন্ট্রির সুযোগ নেওয়ায় ডিএসসিসির দিকে সনদ জালিয়াতির অভিযোগ আরও তীব্র হয়েছে। কী কারণে পুরনো বইয়ে ডাটা এন্ট্রির সুযোগ চাওয়া হয়েছে, সে বিষয়ে কর্মকর্তারা কোনও ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে জানার জন্য জন্মসনদ জালিয়াতি নিয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য ও ডিএসসিসির স্যানিটারি ইনস্পেক্টর আসলাম ভূইয়ার সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার (২৮ মার্চ) তার দফতরে গিয়েও তাকে পাওয়া যায়নি।
পুরো বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি। সে অনুযায়ী তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে কোনও কথা বলা যাচ্ছে না। কিভাবে বা কোন প্রক্রিয়ায় ভুয়া সনদ ইস্যু হচ্ছে, সেটা আমরা বলতে পারবো। তবে এর জন্য আরও কয়েকদিন সময় লাগবে।’
ডা. শেখ সালাউদ্দিন আরও বলেন, ‘রোহিঙ্গাদের জন্মসনদ সংগ্রহ নিয়ে কিছু বলার নেই। একটি ফলস ঘটনা ঘটেছে, সেটার তদন্ত হচ্ছে। এর সঙ্গে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের একজন আইটি বিশেষজ্ঞও রয়েছেন। সার্বিক দিক বিবেচনায় নিয়েই তদন্ত চলছে।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু
সিরিয়ায় আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশ যুক্তরাষ্ট্রের
সিরিয়ায় আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশ যুক্তরাষ্ট্রের
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
সর্বাধিক পঠিত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা