X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পর্যায়ক্রমে অন্যান্য জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ২২:২০আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২২:২৫





পর্যায়ক্রমে অন্যান্য জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আসবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আনার পর পর্যায়ক্রমে অন্য জেলাগুলোর ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব শুক্রবার (৩০ মার্চ) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। তারা দেশের বিভিন্ন জেলার নামের বাংলা ও ইংরেজি বানানের ক্ষেত্রে অসঙ্গতিগুলো শনাক্তে কাজ করছেন।

কবে নাগাদ এ কাজ শেষ হবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এগুলো সময়সাপেক্ষ কাজ। কিছু সময় তো লাগবেই। এক্ষেত্রে অনেক জেলার নামের অতীত প্রেক্ষাপট, ভাষার ব্যবহার, নামের বাংলা ও ইংরেজি উচ্চরণ ও অর্থসহ অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। ভাষাবিদদের সঙ্গেও কথা বলার প্রয়োজন হতে পারে। তবে পর্যায়ক্রমে এগুলো শনাক্তের কাজ শেষ হবে।   
এর আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি সাংবাদিকদের জানান, আগামী সোমবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব ওঠার কথা রয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বর্তমানে চট্টগ্রাম নামটি ইংরেজিতে চিটাগং (Chittagong) হিসেবে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে বানান পরিবর্তন করে ‘Chattagram’ করার সুপারিশ করা হয়েছে। একইভাবে বরিশালের ইংরেজি বানান রয়েছে ‘Barisal’, এটি পরিবর্তন করে ‘Barishal’ করার প্রস্তাব করা হয়েছে। কুমিল্লার বর্তমান ইংরেজি বানান ‘Comilla’ পাল্টে ‘Kumilla’, যশোরের ইংরেজি বানান ‘Jessore’ থেকে ‘Jashore’ এবং বগুড়ার ‘Bogra’ পাল্টে ‘Bagura’ করার প্রস্তাব করা হয়েছে। 
নিকার-এর আহ্বায়ক প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনসহ নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠন সংক্রান্ত সিদ্ধান্ত দেয় এ কমিটি। 

 

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!