X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রমজানে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৬:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:২২

ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) আয়োজিত অনুষ্ঠান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আসন্ন রমজানে রাস্তাঘাটে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি।’ রবিবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।
পুলিশ যেন অন্যায়ভাবে কোনও গাড়ি কিংবা ট্রাক থেকে চাঁদাবাজি করতে না পারে সেজন্য ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তার ভাষ্য, ‘যদি কোনও চাঁদাবাজির ঘটনা ঘটে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। পুলিশও আইনের ঊর্ধ্বে নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘মানুষ যেন পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সেবা পায়, সেজন্য পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে জনগণ সেই সুফল পাচ্ছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কোনও তথ্য না থাকলে পুলিশ বাসকে আটকায় না। বর্তমানে ভয়াবহভাবে মাদক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। মাদক প্রতিরোধে ছোট-বড় সব ধরনের গাড়ি মাঝে মধ্যে তল্লাশি করতে হয়। যদি এই তল্লাশিকে কেন্দ্র করে পুলিশ বাড়াবাড়ি করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেবো। ব্যবসায়ীদের কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা আমরা দেখবো।’

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এলাকা ভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের কিছু কিছু মহাসড়কের রাস্তার নাজুক অবস্থা স্বীকার করেছেন তিনি। তার আশা, ঈদের আগে তা ঠিক হয়ে যাবে এবং মানুষ ঈদে শান্তিতে চলাচল করতে পারবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা (ব্যবসায়ীরা) অতিরিক্ত মালবোঝাই গাড়ি রাস্তায় নামাবেন না। এমন কোনও গাড়ি ব্যবহার করবেন না, যে গাড়ির কাগজপত্র কিংবা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই।’   

বিসিসিআই সভাপতি আবুল কাশেম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জিয়া রহমান। 

আরও পড়ুন-

‘অন্যায় করলে তার শাস্তি পেতে হবে’ 

/জিএম/এসএসএ/এএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ