X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সরকারি সেবা বিকেন্দ্রীকরণে কাজ করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ২০:১৫আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১২:২৬





অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, সব সরকারি সেবা বিকেন্দ্রীকরণ ও সহজীকরণে কাজ করা হচ্ছে। শনিবার (২১ এপ্রিল) সকালে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান বিকেন্দ্রীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে ড্রাইভিং, ক্যাটারিং ও ভাষা প্রশিক্ষণ এবং অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।





প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তিনির্ভর উন্নত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে দক্ষতা বৃদ্ধি করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেও বদ্ধপরিকর। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার আওতাধীন সব দফতর-সংস্থার কার্যক্রম বিকেন্দ্রীকরণ ও সহজীকরণের ব্যাপক কাজ করে যাচ্ছে। বিদেশগামী কর্মীদের সব ধরনের হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে এ মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।’




নুরুল ইসলাম বলেন, ‘সিলেটের বিপুল সংখ্যক অধিবাসী লন্ডন প্রবাসী, যাদের অবদানে এ অঞ্চলের অবকাঠামো যেমন উন্নত হয়েছে তেমনি দেশের অর্থনীতিতেও তাদের অবদান অনস্বীকার্য।’

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী প্রি-ডিপারচার প্রশিক্ষণ, ভোকেশনাল প্রশিক্ষণ ও মহিলা গৃহকর্মী প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক মৃত ব্যক্তির ওয়ারিশদের এককালীন আর্থিক অনুদানের তিন লাখ টাকার চেক বিতরণ করেন। পরে মন্ত্রী ওমান ও কাতারগামী ১৬ জন কর্মীর মাঝে স্মার্টকার্ড বিতরণ করেন। এছাড়াও মন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংক, সিলেট শাখা কর্তৃক সৌদিগামী দুজন কর্মীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার ঋণের চেক দেন।
জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লাহ মোল্লা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমানারা খানম এবং আইওএম এ’র চিফ অব মিশন (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার ইউসুফ উপস্থিত ছিলেন।





/সিএ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও