X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি বেড়ে চলেছে, আমরা প্রস্তুত: তথ্যসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৯:২০আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:৪৩

তথ্যসচিব আবদুল মালেক বক্তব্য রাখছেন (ছবি: পিআইডি) বর্তমান যুগকে তথ্যের যুগ বলে অভিহিত করে তথ্যসচিব আবদুল মালেক বলেছেন, ‘যুগের পরিবর্তনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি বেড়ে চলেছে এবং তা সম্পাদনে মন্ত্রণালয় প্রস্তত রয়েছে।’ বুধবার (২০ জুন) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। সেখানে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী আঞ্চলিক দফতর প্রধানদের সঙ্গে প্রধান তথ্য অফিসারের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হচ্ছিল।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যসচিব বলেন, ‘তথ্যপ্রবাহ অবাধ রাখা, সরকারের কাজ জনগণকে অবগত করা, জনকল্যাণমূলক প্রচার অব্যাহত রাখাসহ সরকারি-বেসরকারি সব প্রচার মাধ্যমের সমন্বয়ের কাজ ঢাকাসহ তথ্য অধিদফতরের আঞ্চলিক দফতরগুলো একযোগে সফলভাবে পরিচালনা করছে।’

তথ্যসচিব মনে করেন, তথ্য অধিদফতরের এই কর্মযজ্ঞ জনগণের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও বিতরণের কাজে নিয়োজিত তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের একটি অন্যতম প্রধান অংশ। তার আশা, ‘ক্রমবর্ধমান দায়িত্ব পালনে যে দক্ষতা ও পদ্ধতি প্রয়োজন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের সংস্থাগুলো প্রমাণ করবে তাদের মধ্যে তা রয়েছে।’

এ সময় তথ্যসচিবকে ধন্যবাদ জানান প্রধান তথ্য অফিসার কামরুন নাহার। তথ্য অধিদফতরের পক্ষ থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির শতভাগ বাস্তবায়িত হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী আঞ্চলিক দফতর প্রধানদের মধ্যে যথাক্রমে আজিজুল হক, জাভেদ ইকবাল ও ফারুক মোহাম্মদ আব্দুল মুনিম অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। এরপর অধিদফতরের আর্কাইভ শাখায় নতুন স্থাপিত ডিজিটাল স্ক্যানিং মেশিনের কাজ ও সংবাদকক্ষ পরিদর্শন করেন তথ্যসচিব আবদুল মালেক।

প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহম্মদ ফজলে রাব্বী।

/এসআই/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ