X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কলেজ সরকারিকরণে দেরি হওয়ায় ক্ষতিগ্রস্তদের সুযোগ-সুবিধার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৪:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২৭

শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন সদ্য সরকারি হওয়া ২৯৬ কলেজের ৫৯ বছর পার হওয়া শিক্ষক-কর্মচারীরা সরকারিকরণের সব সুযোগ-সুবিধা দাবি করেছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, সরকারিকরণের দীর্ঘসূত্রতায় ১ হাজারেরও বেশি প্রবীণ শিক্ষক-কর্মচারী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১৬ সালের নিয়োগ নিষেধাজ্ঞা থেকে সরকারিকরণের দিন ধার্য করা হলে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৯ বছর পার হয়েছে। এমনকি ‘ডিড অব গিফট’ সম্পন্ন হওয়ার দিন থেকে সরকারিকরণ ধরা হলেও সরকারি সুযোগ-সুবিধা পেতাম।

শিক্ষকরা আরও বলেন, কলেজসমূহ জাতীয়করণের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন স্মারকের প্রজ্ঞাপনে কলেজের নিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমরা আশাহত হলাম ৩১ জুলাই নীতিমালা প্রজ্ঞাপনে ৬(ঙ) ধারা মোতাবেক সরকারি চাকরির বয়সসীমা ৮ আগস্ট তারিখ হতে কার্যকার হবে এবং উল্লেখিত তারিখের আগে যাদের সরকারি চাকরির বয়সসীমা পার করেছি তাদের অস্থায়ীভাবে নিয়োগ গ্রহণযোগ্য হবে না।

তারা আরও বলেন, মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে দেরি করায় আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই ৮ আগস্ট (সরকারিকরণ কার্যকরের দিন) কিংবা এর আগে ডিড অব গিফটের পরে যারা ৫৯ বছর অতিক্রান্ত হয়েছেন, তাদেরও সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে।

এই প্রবীণ শিক্ষকরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তে ২৯৬ কলেজকে নতুন করে সরকারি করা হয়েছে। কিন্তু নতুন আত্তীকরণ বিধিমালা অনুসারে ৮ আগস্ট থেকে সরকারিকরণ কার্যকরের দিন থেকে কিংবা তার আগে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৫৯ বছর পার করেছেন তাদের আত্তীকরণের আওতায় আসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ