X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ০০:২৩আপডেট : ০৩ মে ২০১৯, ০০:২৩

ফাইল ছবি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’।এসময় বিদ্যুতের ছেঁড়া তার বা হেলে পড়া বিদ্যুৎ লাইন স্পর্শ না করতে স্হানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এদিকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে আরইবির প্রতিটি সমিতি থেকে ১০ জন করে লাইনম্যান যাচ্ছে উপকূলীয় এলাকায়। বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগের জনসংযোগ কমকর্তা মীর আসলাম উদ্দিন এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রমের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেশের উপকূল এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বিদ্যুতের ছেঁড়া তার বা হেলে পড়া বিদ্যুৎ লাইন স্পর্শ না করতে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ জানানো হলো।

এদিকে আরইবি জানায়, এই ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা সবসময় কিছু উদ্যোগ নেয়। এই উদ্যোগের নাম এসওপি ( স্ট্যান্ডারড অপারেটিং প্রসিডিউর) অনুসরণ করা হয়। এই এসওপির অধীনে তারা আরইবির অধীন ৮০টি সমিতিকে ঝড়ে সতর্ক থাকার নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মুঈন উদ্দিন আরইবির ৮০টি সমিতির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় তিনি ঝড়ের বিষয়ে এসওপি বাস্তবায়নের নির্দেশ দেন সমিতিগুলোকে।
এ বিষয়ে আরইবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অঞ্জন কুমার দাস বলেন, ‘এসওপির আওতায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঝড়ে ক্ষতি মোকাবিলায় মেরামতের কাজের জন্য প্রতিটি সমিতি থেকে ১০ জন লাইনম্যান যাবে উপকূলের জেলাগুলোতে। শুক্রবার সকালেই তারা নোটিশ অনুযায়ী যার যার অবস্থানে পৌঁছে যাবে। মেরামত কাজের সুবিধার জন্য আগে থেকেই প্রয়োজনীয় যন্ত্রপাতি মজুদ রাখা, কমপ্লেইন সেন্টার করাসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঝড়ের পরপরই যাতে কাজে নামা যায় সেভাবেই তৈরি হচ্ছি আমরা।’

/এসএনএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা