X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কৃষকদের বাঁচাতে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ০২:৫০আপডেট : ২৯ মে ২০১৯, ১১:২৪

কৃষকদের বাঁচাতে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন: বি. চৌধুরী ভর্তুকি দিয়ে হলেও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি উন্নয়নে কৃষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে দেশ ও উন্নয়নের স্বার্থে কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। অন্যথায় জাতি হিসেবে আমাদের মাসুল দিতে হবে।’
সোমবার (২৭ মে) সন্ধ্যায় পুরানা পল্টনের একটি হোটেলে বিকল্প স্বেচ্ছাসেবকধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, ‘সরকারকে নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারি গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করতে হবে। সরকারি গুদাম খালি না থাকলে বেসরকারি ও ব্যক্তিখাতের গুদাম ভাড়া নিতে হবে।’
এসময় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মোবিন চৌধুরী বলেন, ‘আমাদের কৃষককে অবহেলা করলে চলবে না। কৃষক ধানের মূল্য পাবে না আর রূপপুরে বালিশ কিনতে খরচ হবে হাজার হাজার টাকা, তা হতে পারে না। মজলুম জননেতা মওলানা ভাসানী দেশের উন্নয়ন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কৃষক-শ্রমিকের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আজীবন তাদের পক্ষে রাজনীতি করেছেন।’
সংগঠনের সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সংগঠন প্রধান আবু লায়েস মুন্না, বিকল্পধারার ভাইস চেয়ারম্যান ওবায়দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর, সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেনসহ অনেকে।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা না পাওয়ায় পাকিস্তান দলের সঙ্গে যেতে পারেননি আমির
ভিসা না পাওয়ায় পাকিস্তান দলের সঙ্গে যেতে পারেননি আমির
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, আবেদন ফি ৫০০ টাকা
সড়কভেদে আসছে গাড়ির নতুন গতিসীমা নীতি
সড়কভেদে আসছে গাড়ির নতুন গতিসীমা নীতি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা