X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মিটফোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন না স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১৩:৪৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:২৪





মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধনের পর একজন রোগীর সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট চারটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর হাসপাতাল থেকে বের হলে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। তবে এ সময় সংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে যান।
তবে মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের জন্য হাসপাতালটিতে অনুষ্ঠিত এক সেমিনারে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য ডেঙ্গু কিটস আনার ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আসবে এক লাখ, আগামীকাল বাকিগুলো আনা হবে। ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়ি যাবেন। এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত কোনও সরকারি হাসপাতালে কোনও রোগী চিকিৎসা পাননি এমনটি হয়নি। ডাইজেস্টিস ইনস্টিটিউট, নতুন স্থাপিত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মতো কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলোতে এখনও চিকিৎসা শুরু হয়নি। তবে ডেঙ্গু রোগী আরও বেড়ে গেলে সরকারি হাসপাতালে ব্যবস্থা করা না গেলে এসব হাসপাতালে ব্যবস্থা করা হবে।

ওই সেমিনারে জাহিদ মালেক আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। আশা করছি, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো।
প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায়, বুধবার রাত ১টার দিকে তিনি দেশে ফেরেন। বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তিনি তা স্থগিত করেন।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?