X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুকে হাতিয়ার করে বেশি টাকা নিলেই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৮:১৭আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২২:৩৪

কর্মসূচিতে ফগার মেশিন হাতে তথ্যমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা ডেঙ্গু প্রতিরোধের জন্য এডিস মশা নিধনে সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতা এবং গুজব পরিহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ডেঙ্গুকে হাতিয়ার করে যেসব স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান বেশি টাকা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, প্রযোজক, পরিচালকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের শিল্পী-কুশলীদের এই অভিযান নিঃসন্দেহে জনমনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করবে। মানুষকে পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করবে।’

পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে তথ্যমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গুসহ সব বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান দেবেন না। প্রতিরোধ করুন, যাচাই করে সত্য তথ্য দিন। আমি চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা সরকারের আহ্বান সাড়া দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন।’

কর্মসূচির একপর্যায়ে মন্ত্রী নিজেই ঝাড়ু ও ফগার মেশিনও হাতে তুলে নেন।

এতে আরও অংশ নেন তথ্যসচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মিজান উল আলম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা, দিলারা, অঞ্জনা, রিয়াজ, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, জায়েদ খান, জয় চৌধুরী, শিপন, আঁচল, তানহা এবং প্রযোজক খোরশেদ আলম খসরু, আবু মুসা দেবু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সাংস্কৃতিক সংগঠক অরুণ সরকার রানাসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিপুল সংখ্যক প্রতিনিধি।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা