ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (এনসিএএসপি) তালিকাভুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কারও ক্ষেত্রে বিমান বন্দরে নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে, সরকার ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (এনসিএএসপি) তালিকার বাইরে সুনির্দিষ্ট তালিকা দিলে বেবিচক তা বিবেচনা করবে বলেও জানানো হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে ৭ এপ্রিল অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে দেশে অবস্থিত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিচারপতি, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের আলাদা পরিবেশে চেকআপে কিছুট ছাড় দেওয়া যায় কিনা, তা বিবেচনার সুপারিশ করা হয়।
ওই সুপারিশের জবাবে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) ও এনসিএএসপি বিধানের কথা তুলে ধরে তা নাকচ করে দিয়েছে। এনসিএএসপি অনুযায়ী কেউই নিরাপত্তা চেকিংয়ের আওতামুক্ত নন উল্লেখ করে এ সংক্রান্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট সরকারি নির্দেশনার অভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা চেকিং নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই বিব্রত হচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নিয়ম অনুযায়ী এক্সাম্পট ফ্রম সিকিউরিটি স্ক্রিনিংয়ের আওতাভুক্ত ব্যক্তির বাইরে বিমানবন্দর তথা দেশের নিরাপত্তার স্বার্থে কাউকে কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে, ওই তালিকার বাইরে সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে তা প্রতিপালন করা হবে।
বিমান বন্দরে নিরাপত্তা তল্লাশি বিষয়ে বলা হয়েছে, এনসিএএসপির আওতায় রাষ্ট্রপতি ও তার পরিবার, প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং জাতিসংঘের মহাসচিবকে নিরাপত্তা তল্লাশি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এই তালিকাটিতে জাতির জনকের পরিবারের সদস্য, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদ বিভাগ/পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কোনও ব্যক্তিকে নিরাপত্তা তল্লাশি থেকে অব্যহতি দিয়ে এনসিএএসপির সংশোধনী প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।
কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।