X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ধর্মঘটে তীব্র ভোগান্তি নৌযাত্রীদের

জবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২২:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২৩:০৪

সারিবদ্ধভাবে বেঁধে রাখা লঞ্চ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে তীব্র ভোগান্তিতে পড়েছেন সদরঘাটগামী যাত্রীরা। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই লঞ্চ না পেয়ে ঘাটে এসে ফিরে গেছেন অনেকে৷ আবার নিরুপায় হয়ে লঞ্চের আশায় অনেককে বসে থাকতে দেখা গেছে।

তবে সকালের দিকে বেশ কয়েকটি রুটে লঞ্চ ছেড়ে গেছে বলে জানান বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির। তিনি জানান, সকাল থেকে ১৫টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

ধর্মঘট ডাকা শ্রমিকদের একজন লঞ্চঘাটের লস্কর হেলাল শিকদার বলেন, ‘আমাদের বেতন কম, ছুটি নেই। কেউ অসুস্থ বা আহত হলে নামমাত্র চিকিৎসা খরচ দেওয়া হয়৷  আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা লঞ্চ ছাড়বো না।’

অনিশ্চিত অপেক্ষায় যাত্রীরা ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী শাহাবুদ্দীন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরা থেকে সদরঘাটে এসেছি অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য। এসে দেখছি লঞ্চ চলাচল বন্ধ।’ বরিশালগামী সবেকুন্নাহার বলেন, ‘ধর্মঘটের কারণে ঘাটে এসে বিপদে পড়েছি। এখন লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছি।’

এদিকে দুপুর ৩টার দিকে ধর্মঘটকে অবৈধ দাবি করে পল্টুন ও টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করে ঘাট শ্রমিকরা। এ সময় তারা ‘অবৈধ ধর্মঘট মানি না, মানবো না' স্লোগান দেয়। এ বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ঘাট শ্রমিকদের নেতা মো. ফিরোজ বলেন, ‘যাত্রীদের জিম্মি করে যে ধর্মঘট চলছে তা অবৈধ। মানুষ ঘাটে এসে ভোগান্তিতে পড়ছে, ঘাট শ্রমিকদের রোজগার বন্ধ। আমরা এই অবৈধ ধর্মঘট তুলে নেওয়ার দাবি জানাচ্ছি।’

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. পাবেল মিয়া বলেন, ‘সারাদিন ঘাটের পরিস্থিতি শান্ত ছিল। বেশকিছু লঞ্চ ছেড়ে গেছে। মানুষের উপস্থিতি কম ছিল।’ এখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক