X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোটার দিবস ২ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৯

একটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন (ফাইল ছবি) পরিবর্তন হলো জাতীয় ভোটার দিবস। এ বছর থেকে এটি ১ মার্চের পরিবর্তে ২ মার্চ পালিত হবে। গত বুধবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ পরিবর্তন অনুমোদন দেওয়া হয় বলে নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা ও উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ওই বছরের ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১ মার্চ তারিখকে ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।
এরই আলোকে গত বছর প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়। তবে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চকে জাতীয় বিমা দিবস পালনের অনুমোদন দেওয়ার প্রেক্ষাপটে ভোটার দিবস ১ মার্চের পরিবর্তে ২ মার্চ করা হয়েছে।
এ বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। এটা প্রস্তাব ছিল ২-৩ মার্চ করার। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বললো, না, যেহেতু বঙ্গবন্ধু ১ তারিখে যোগ দিয়েছিলেন, এটার সঙ্গে একটি ঐতিহাসিক দিনের সংযোগ আছে। তাই ১ মার্চ অন্য কোনও দিবস থাকলে সেটাকে একটু শিফট করে দিতে।
এদিকে আর্থিক প্রতিষ্ঠান থেকে বিমা দিবসকে ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব থাকলেও মন্ত্রিসভা এটাকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ক’ শ্রেণির দিবস হলো আমাদের জাতীয় দিবসগুলো যেগুলো প্রোগ্রাম অরিয়েন্টেড আর যেগুলো প্রমোশন ক্যাম্পেইন সেগুলো ‘খ’ শ্রেণিতে থাকে। সেজন্য বীমা দিবসকে ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার দিবস পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রিসভা ভোটার দিবস পরিবর্তনের নীতিগত অনুমোদন দিয়েছে। এটি ১ মার্চের পরিবর্তে ২ মার্চ পালিত হবে।

 আরও পড়ুন...

বঙ্গবন্ধুর স্মরণে ১ মার্চ পালিত হবে জাতীয় বিমা দিবস

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি