X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বিব্রত পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ২০:২৫আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনা ভাইরাসের কারণে জাপানিদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এককভাবে নেওয়া সিদ্ধান্তে বিব্রত পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন বলে মনে করেন ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোমবার (৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস জাতীয় কমিটির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘সম্প্রতি জাপানিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই একটি মৌখিক ঘোষণা দেওয়া হয়। যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।’

তিনি বলেন. ‘এধরনের ঘোষণার একটি কূটনৈতিক ফলাফল আছে। সেগুলো বিবেচনায় না নিয়েই এককভাবে অন্যরা বিদেশ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা বিব্রত হই কারণ বিদেশি কূটনীতিকরা অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন না, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে আমাদের জবাব দিতে হয়।’

ওই কর্মকর্তা জানান, সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অন্য যেকোনও দেশের সঙ্গে জড়িত বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নেওয়া হবে। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো হলেও তাদের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। এটা আমাদের কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি কারণ আমরা তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।’

প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় এবং বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চারটি দেশের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করার ঘোষণা দেয় সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। দেশগুলো হচ্ছে , দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও ইতালি। গত ৪ মার্চ এই ঘোষণা দেয় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে