X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাধারণ ছুটি বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ১৪:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৬:৪২

করোনাভাইরাস করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। অফিস খুলতে পারে আগামী ২৬ এপ্রিল। এ রকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও দেওয়া হয়নি। 

শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতার নেত্রী। তিনি মানুষকে ডেকে এনে বিপদে ফেলবেন না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ছুটি বাড়ানো ছাড়া উপায় নেই। এরকম সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।’

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় ছুটি অবশ্যই বাড়ানোর পক্ষে মত দেন তারা। ছুটি বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রস্তাবও দেওয়া হয়। 

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সর্বশেষ শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৭। এখন পর্যন্ত সারাদেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪২৪ জন। এর মধ্যে ঢাকা শহরেই আছে সবচেয়ে বেশি ২৩৩ জন করোনা রোগী।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ