X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা, নিবন্ধনের শেষ সময় রবিবার বিকেল ৩টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ২১:১৭আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৩৪

বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা, নিবন্ধনের শেষ সময় রবিবার বিকেল ৩টা ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি বিষয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতা আগামীকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে অনলাইনে অনুষ্ঠিত হবে। এই কুইজে অংশ নিতে আগামীকাল রবিবার বিকেল ৩টার মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য http://quiz.mujib100.gov.bd/ ঠিকানায় গিয়ে তথ্য যুক্ত করতে আহ্বান জানানো হয়েছে। মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
যারা নিবন্ধন করবেন তারা রাত ৯টায় অংশ নিতে পারবেন। ৯টা থেকে ১০টায় যেকোন ৬ মিনিটের জন্য তারা প্রতিযোগিতার নির্ধারিত প্রশ্নের জবাব দিতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আগামী ৭ জুন এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এটির আয়োজন করেছে।
শনিবার জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এই করোনাকালেও শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি চলছে। অনলাইনের ওপর নির্ভর করেই সেগুলো করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই কুইজ প্রতিযোগিতায় ব্যাপকহারে অংশগ্রহণের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধুকে আরও বিশদভাবে জানবেন।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রবিবার রাত ৯টা থেকে ১০টা যেন বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ নিরবচ্ছিন্ন থাকে সেদিকে নজর দেওয়া হবে। ৯টা থেকে ১০টার মধ্যে যে ৬ মিনিটের জন্য কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করবেন তারা কেবল সেই ৬ মিনিটই পাবেন। কোনও বাড়তি সময় যেহেতু পাওয়া যাবে না সেহেতু সংযোগের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিশেষ পুরস্কার (মোট ৯৫টি) যার প্রতিটি ১০ হাজার টাকা মূল্যমানের।

/ইউআই/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনলো গ্রামীণফোন ও সুখী
গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনলো গ্রামীণফোন ও সুখী
ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ
ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ
জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিলো বিএসএফ
মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিলো বিএসএফ
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী