X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

পাপুল ইস্যু নিয়ে সরকারের উদ্যোগ নোট ভার্বালে আটকে আছে

শেখ শাহরিয়ার জামান
২৭ জুলাই ২০২০, ০৯:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:৫৭

 

 

শহীদ ইসলাম পাপুল

মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া শহীদ ইসলাম পাপুলকে নিয়ে কুয়েত এখনও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কুয়েতে বাংলাদেশ দূতাবাস দুটি নোট ভার্বাল এবং ঢাকায় কুয়েতি দূতাবাসকে একটি নোট ভার্বাল দেওয়ার মধ্যে পাপুল সম্পর্কে জানার সরকারের উদ্যোগ সীমিত রয়েছে।

পাপুলকে নিয়ে এখন পর্যন্ত কুয়েত সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়েছে। কুয়েতের বিচার বিভাগ এ বিষয়ে বেশ কয়েকটি আদেশ দিয়েছে। কিন্তু বাংলাদেশকে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাপুল গ্রেফতার হওয়ার একদিন পরেই এ সম্পর্কে জানতে চেয়ে কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটি নোট ভার্বাল দিয়েছি। এরপর উত্তর না পাওয়ার পরে আরেকটি নোট ভার্বাল দিয়েছি।’

ঢাকায় কুয়েতি দূতাবাসে আরেকটি নোট ভার্বাল দেওয়া হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত তারা কোনও উত্তর দেয়নি।’

ঢাকা থেকে এ বিষয়ে কী নির্দেশনা গেছে জানতে চাইলে আবুল কালাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। পাপুল একজন আইনপ্রণেতা এবং এ বিষয়ে সংসদের পক্ষ থেকে কোনও নির্দেশনা আছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত নেতিবাচক জবাব দেন। 

রাষ্ট্রদূত আগামী মাসে মেয়াদ শেষ করে ঢাকা চলে আসবেন এবং এ কারণে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বিদায়ী সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এ ধরনের বিদায়ী সাক্ষাতে অপ্রীতিকর কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।’

প্রসঙ্গত, জুনের প্রথম সপ্তাহে মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় কীভাবে তিনি মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে।

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক
আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক
ডিসি সাহেবের বলীখেলায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ডিসি সাহেবের বলীখেলায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত