X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকের ঋণে চলবে উন্নয়ন প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৯:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:৩৫

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) ব্যাংক থেকে ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প চালানোর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে কাজ চলছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর পক্ষ থেকে কম্বল গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন।

সরকারপ্রধান বলেন, ‘আমাদের নিজেদের অনেক উন্নয়নের কাজ যেন অন্যের কাছ থেকে ধার না এনে নিজেদের অর্থায়নে করতে পারি বা আমরা আমাদের ব্যাংকের থেকে লোন দিয়েই কাজ করাতে পারি। যাতে আর বাইরে যেতে না হয়। অন্তত কিছু কাজ আমরা নিজেরা করবো। তারও একটা ব্যবস্থা নিয়েছি। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। এখন প্রস্তুতি চলছে। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে। কারও কাছে ধার করে না, কারও কাছে হাত পেতে না। আমরা মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে সম্মান নিয়ে চলবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময় মনে করি যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব, তেমনি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য সেই ১৯৯৬ সালে যখন সরকারে এসেছি তখন থেকেই বেসরকারি খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং সব ধরনের কাজ করার ব্যাপক সুযোগ আমরা করে দিচ্ছি। বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছি। কাজেই আপনারা সেভাবে দায়িত্ব পালন করবেন।’

বাংলাদেশে একসময় এত প্রাইভেট ব্যাংক ছিল না, কিন্তু অনেকের আপত্তির মধ্যেও আওয়ামী লীগ সরকার দেশের উন্নতির কথা বিবেচনায় নিয়ে প্রাইভেট ব্যাংক করার অনুমতি দিয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।  

আরও পড়ুন- ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দিন: বেসরকারি ব্যাংকগুলোকে প্রধানমন্ত্রী

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ