X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষায় ঢাকার হকার

উদিসা ইসলাম
০৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০

বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষায় ঢাকার হকার চার দিনের সফর শেষে উপকূলীয় অঞ্চল থেকে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সফরের সময় উপকূলীয় অঞ্চলের দ্বীপগুলোর উন্নয়ন নিয়ে নির্দেশ দিয়ে ঢাকায় ফিরে হকারদের আন্তঃকহলের অভিযোগগুলো নিয়ে বসেন। দুই ভাগে বিভক্ত হকারদের অভিযোগ শুনে সমাধানের আশ্বাসও দেন। ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তনের পরে প্রতিদিন বড় ইসুগুলো থেকে শুরু করে খুঁটিনাটি সব বিষয়ে বঙ্গবন্ধুকে নানা নির্দেশনা দিতে হতো। ১৯৭২ সালের এই দিনে তিনি একাধিক বিষয়ে কথা বলেন।
ঢাকায় এসেই সচিবালয়ে
সফর এসে এইদিনে ঢাকায় ফিরে এসে সরাসরি সচিবালয়ে পৌঁছান বঙ্গবন্ধু। তিনি কমিটি গঠন করে বাংলাদেশের উপকূলীয় দ্বীপগুলোতে উন্নয়নের উদ্দেশ্যে নির্দেশনা জারির কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবন অঞ্চলে চার দিনব্যাপী সফর শেষ করেন। উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ও উপকূল অঞ্চলের বনজ সম্পদ ও বন্য পশু-পাখি সংরক্ষণের ব্যবস্থা দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্যা নিয়ন্ত্রণ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, মন্ত্রী সোহরাব হোসেন ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ।

বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষায় ঢাকার হকার
সোহরাওয়ার্দীর সমাধিতে বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইদিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার পরিদর্শন ও ফাতেহা পাঠ করেন। পিটিআই জানায় যে, বঙ্গবন্ধু শেরে বাংলা একে ফজলুল হকের মাজারেও এইদিনে ফাতেহা পাঠ করেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উদযাপনের চূড়ান্ত ব্যবস্থা ও কর্মসূচি তদারক করেন।
ভাসানী বিভ্রান্তি ছড়াচ্ছেন
ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৩১ ডিসেম্বরের মধ্যে দালাল আইন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেন অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য এটা করতে হবে। মাওলানা ভাসানী জয়পুরহাটের জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দালালির অভিযোগে সরকারবিরোধী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর কর্মীদের গ্রেফতার করে বিনাবিচারে আটক রাখছে। এদিকে ভাসানী জনগণকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য মাওলানা ভাসানী নয়া কৌশল অবলম্বন করছেন। বর্তমানে ইসলামিক সমাজতন্ত্র ও যুক্ত বাংলা স্লোগান নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন তিনি।

বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষায় ঢাকার হকার
জাতিসংঘে বাংলাদেশের বিরোধিতা বিশ্বশান্তির অন্তরায়
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী বলেন, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরোধীরা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তির বিরোধিতা করছে। তিনি বলেন, এখন বাস্তবতা স্বীকার করে নেওয়া উচিত এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পথে অন্তরায় সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের এক সমাবেশে রাষ্ট্রপ্রধান বলেন, পাকিস্তানে আটক বাঙালিদের পাকিস্তানের যুদ্ধবন্দিদের সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক হবে না। তিনি বলেন পাকিস্তান যুদ্ধবন্দিদের মধ্যে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসারে শাস্তি পেতে হবে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ কোনও কারণে কোনও দেশের নিকট নতি স্বীকার করবে না। বিচারপতি সাঈদ মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নীতির ওপর প্রতিষ্ঠিত এবং কোনও প্রকার ষড়যন্ত্র করে এই সম্পর্কে ফাটল ধরানো যাবে না। রাষ্ট্রপ্রধান বলেন ভারত ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বশান্তি উন্নয়নে কাজ করে যাবে।
পত্রিকার হকাররা কাজে ফিরছে
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপ ঢাকা সংবাদপত্র হকারগণের দুইটি বিবদমান দল আগের মতো স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে সম্মত হয়। এইদিনে সংবাদপত্র হকার তাদের বিবদমান দুটি গ্রুপই বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাত করে এবং বঙ্গবন্ধু তাদের অভিযোগ ও দাবিনামা শুনে সমাধানের আশ্বাস দেন। আগামী ২১ ডিসেম্বর আবারও তারা সাক্ষাত করবেন।

/এফএ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ