X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

কারাগারে বঙ্গবন্ধুর রোপণ করা গাছের ফুল গণভবনে

উদিসা ইসলাম
১১ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৮:০০

কারাগারে বঙ্গবন্ধুর রোপণ করা গাছের ফুল গণভবনে (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ১১ ডিসেম্বরের ঘটনা।)

জেলখানায় বন্দিদশায় বঙ্গবন্ধুর লাগানো কামিনী ফুলের গাছে ফুল ফুটেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেওয়ানী ওয়ার্ডের বাগানে ফোটা ফুলের তোড়া গ্রহণ করেন। কেন্দ্রীয় কারাগারের কর্মচারীরা বঙ্গবন্ধুকে ফুলের তোড়া উপহার দিয়েছে বলে বাসস খবর প্রকাশ করে। উল্লেখ্য, পাকিস্তানি শাসনামলে কারাগারের এই ওয়ার্ডে বঙ্গবন্ধু দীর্ঘ দিন কাটিয়েছেন। যে কক্ষটিতে বঙ্গবন্ধু সর্বশেষ থেকেছেন জেল কর্মচারীরা সেটিকে স্মৃতি হিসাবে ধরে রাখতে অপরিবর্তিত রেখেছেন। জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধার নিদর্শন হিসেবে তারা দেওয়ানী খাতাকে জাদুঘরে রূপান্তরিত করতে চান বলেও জানান।
১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের সময় পাকিস্তানের সামরিক জান্তা বঙ্গবন্ধুকে শেষবার এই ওয়ার্ডে বন্দি করে রাখে। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে সেখানে রাখা হয়েছিল। বাগানের ফুলের তোড়া পেয়ে বঙ্গবন্ধু অভিভূত হয়ে যান। বঙ্গবন্ধুর জীবনের একটা বড় অংশ কেটে গেছে এই খাতায় (সেল)। আটক থাকাকালে বঙ্গবন্ধু ফুলের চারা ছাড়াও অনেক ফলের গাছ লাগিয়েছিলেন। এই দিনে জেলের যেসব কর্মচারী বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছেন তাদের একজন বলেন, এই খাতায় বঙ্গবন্ধুর লাগানো আম গাছ আছে। গত দুই-তিন বছর ধরে সেটিতে ফল ধরছে। বঙ্গবন্ধুর লাগানো কামিনী গাছে ফুল ফুটেছে। একটি গাব গাছও আছে, আগামী বছর গাব ফল ধরবে । গণভবনে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকরা এই দিন জুলিও কুরি শান্তি পদক লাভ করায় বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করেন।

কারাগারে বঙ্গবন্ধুর রোপণ করা গাছের ফুল গণভবনে

গ্রামবাসীর আয় বৃদ্ধি হবে লক্ষ্য

১৯৭৩ সালের মাঝামাঝি বাংলাদেশের প্রথম পাঁচশালা পরিকল্পনা কাঠামো প্রকাশ করা হবে। বিস্তারিত পরিকল্পনা প্রণয়নে আরও অন্তত দুই বছর লাগবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ খবর জানা যায়। সূত্র বলছে, মোটামুটিভাবে দেশের জনগণের ভাত কাপড় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটানোর উদ্দেশ্য সামনে রেখেই পরিকল্পনা হবে। এই পরিকল্পনায় আপামর জনসাধারণের ন্যূনতম চাহিদা মেটানোর চেষ্টা করা হবে।

কেন পাঁচশালায় বিলম্ব?

বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের আরও বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে বলা হয় যে নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান নেই। যে সমস্ত তথ্য আছে তাও সন্তোষজনক নয়। এর জন্য আগামী বছরের পরিকল্পনা কাঠামো প্রকাশ করা হচ্ছে। উক্ত সূত্র আরও জানায়, বর্তমানে কৃষি বিদ্যুৎ পানিসম্পদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কাজ করছে। এসব গ্রুপে মন্ত্রী. সরকারি কর্মচারী ছাড়াও দেশের বিশেষজ্ঞরা রয়েছেন।  ইতোমধ্যে এই গ্রুপের নিকট হতে কিছু রিপোর্ট পাওয়া গেছে। মার্চ মাসে বাকি রিপোর্ট পাওয়া যাবে। বাংলাদেশের প্রথম পাঁচশালা পরিকল্পনা বৈশিষ্ট্য প্রসঙ্গে সংশ্লিষ্ট মহল জানান, পাকিস্তান ও অন্যান্য দেশের পরিকল্পনার সাথে আমাদের মূল পার্থক্য হবে এই যে আমরা গ্রামের সাধারণ মানুষের আয় বৃদ্ধি করে তাদের আর্থিক অবস্থা ও জীবনমান উন্নয়নের প্রতি নজর দেবো।

কারাগারে বঙ্গবন্ধুর রোপণ করা গাছের ফুল গণভবনে

নিয়ন্ত্রণরেখা নির্ধারণ সম্পন্ন

ভারত ও পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডার পর্যায়ে জেনারেল ভাগত এবং জেনারেল আব্দুল হামিদ খান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা মানচিত্রে চিহ্নিত করার কাজ সম্পন্ন করেছেন। মানচিত্রগুলো উভয় সরকারের অনুমোদনের জন্য তারা স্ব-স্ব প্রধান সেনাপতির নিকট পেশ করবেন। নিয়ন্ত্রণরেখা চিহ্নিত করার প্রশ্নে মতৈক্য হওয়ার এখন সিমলা চুক্তি মোতাবেক সৈন্য প্রত্যাহারের বাধা অপসারিত হলো।

এইদিনে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মেজারিং গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তার সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন বলে বাসস জানায়।

অর্থনৈতিক বৈষম্য দূর করতে শিল্প রাষ্ট্রায়ত্তকরণ

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম রাজশাহীতে বলেন, সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য জুটমিলসহ বৃহৎ শিল্প কারখানা রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। রাজশাহী জুটমিলের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সরকার অবশ্যই শ্রমিকদের সমস্যার দিকে নজর দেবে। কিন্তু শ্রমিকদেরও জাতির স্বার্থে আরও পরিশ্রম করা উচিত।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ