X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

যে কারণে এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:৩০

আইনগত বৈধতা দিতেই ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ জারি করছে সরকার। আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তৈরি করা এই অধ্যাদেশটি উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিশ্বময় মহামারি করোনার কারণে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে বিষয়টির বৈধতা দিতেই বিশেষ একটি অধ্যাদেশ জারি করতে হবে। দেশে পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। সেই আইন অনুসারে প্রতিবছর পরীক্ষা অনুষ্ঠিত হয় ও ফল প্রকাশ করা হয়। এবারের এই বিশেষ পরিস্থিতিতে সরকার পরীক্ষাও গ্রহণ করতে পারেনি, ফলও প্রকাশ করা যায়নি। তবে পরীক্ষা সংক্রান্ত ওই আইনেই বলা আছে, এর ব্যত্যয় হলে বিশেষ অধ্যাদেশ জারি করে তা আইনের বৈধতা দিতে হবে। এ কারণেই এবছর পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে বিষয়টি আইনগত বৈধতা পাবে না।

এ সব কারণেই ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য অধ্যাদেশটির খসড়া সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলে অধ্যাদেশ আকারে জারি করা হবে। এরপরই অল্প সময়ের মধ্যে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানিয়েছেন, এটি রাষ্ট্রীয় গোপন দলিল। আমাদের সেই গোপনীয়তা রক্ষা করতে হয়। তাই এ বিষয়ে কিছুই বলতে পারছি না।

উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে বৈধতা দিতে একটি অধ্যাদেশ জারি করতে হবে। পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে। এজন্য জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

জানা গেছে, অধ্যাদেশটি অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সাপেক্ষে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে। এরপর অধ্যাদেশ আকারে জারি করা হবে। অধ্যাদেশ জারির পর প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফলাফলের তারিখ ও ফলাফল ঘোষণা করা হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর জুড়ে আতঙ্ক ছড়াতে আসছে ‘কানাগলি’
শহর জুড়ে আতঙ্ক ছড়াতে আসছে ‘কানাগলি’
জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা
মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি
মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট