X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

করোনা টিকা প্রদানে সংগীত সংশ্লিষ্টদের অগ্রাধিকারের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ২০:১৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৪:২৭

সংগীত সংশ্লিষ্টদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন বা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে গীতিকবি সংঘসহ তিনটি সংগঠন। চিঠিতে করোনা অতিমারীর কারণে সংগীত সংশ্লিষ্টদের দুর্দশার কথা উল্লেখ করে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাক্সিন প্রদান করার জন্য আবেদন করা হয়।

চিঠিতে কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরস্রষ্টা, মিউজিশিয়ানদের পক্ষে স্বাক্ষর করেন গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও কবির বকুল; মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশ এর সভাপতি নকিব খান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ; সিঙ্গারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা ও যুগ্ন আহ্বায়ক কুমার বিশ্বজিৎ।

এতে বলা হয়, করোনা দুর্যোগে গত এক বছর ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকারসহ সঙ্গীতাঙ্গনের প্রায় সকলে। একটি গানের জন্য তাদের যেতে হয় স্টুডিওতে। শুটিং করতে যেতে হয় ইনডোর-আউটডোর লোকেশনে। একটি গান শ্রোতাদের কাছ পর্যন্ত যাওয়ার আগে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীকে একসঙ্গে একটানা নিরলস কাজ চালিয়ে যেতে হয়। কিন্তু এখন তা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনকি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবং বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।

এতে আরও বলা হয়, এই অবস্থা কাটিয়ে উঠতে এবং আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার স্বার্থে সঙ্গীত জগতের নিবেদিত কণ্ঠশিল্পী, গীতিকবি , সুরস্রষ্টা, মিউজিশিয়ান ও এর সঙ্গে জড়িতদের জন্য দ্রুত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সুদৃষ্টি আশা করছি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস