করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানী ঢাকার বড় পাঁচটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, কুয়েত বাংলাদেশে মৈত্রী সরকারি হাসপাতালের ১৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬ বেডের সব বেডে রোগী ভর্তি রয়েছে।
কেবল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুইটি, মুগদা জেনারেল হাসপাতালের ১৯ বেডের মধ্যে একটি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুইটি বেড ফাঁকা রয়েছে।
অধিদফতরের তথ্য মতে রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালের ১০৮টি আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন ১০৩ জন, বেড ফাঁকা রয়েছে মাত্র পাঁচটি।
অপরদিকে, তালিকাভুক্ত ৯টি বেসরকারি হাসপাতালে ১৮৮ টি আইসিইউতে রোগী ভর্তি আছেন ১৪৩ জন, বেড ফাঁকা রয়েছে ৪৫টি। অর্থাৎ স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট ২৯৬টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি আছেন ২৪৬ জন। আর বেড ফাঁকা রয়েছে মাত্র ৫০টি।
অপরদিকে, চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি মিলিয়ে সাত হাসপাতালে আইসিইউ রয়েছে ৫১টি, তাতে রোগী ভর্তি আছেন ৩০ জন। বেড ফাঁকা রয়েছে মাত্র ২১টি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশে করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে ৫৭৮টি, তাতে রোগী ভর্তি আছেন ৩৭৬টি, আর বেড ফাঁকা রয়েছে ২০২টি।
আরও পড়ুন-
শনাক্তের নতুন রেকর্ড, সাত মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু