X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানান বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
০৮ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৮ এপ্রিলের ঘটনা।)

১৯৭৩ সালের এইদিনে সংবিধান অনুযায়ী বিচারপতি আবু সাঈদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি ঘোষণার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম তাঁকে অভিনন্দন জানান। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ সংসদীয় দলের চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানান বঙ্গবন্ধু

‘গণতন্ত্রের সুষ্ঠু পরিচালনার চেষ্টা চালিয়ে যাবো’

জাতিকে আশ্বাস দিয়ে নতুন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বলেন, দেশে সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু পরিচালনার জন্য তিনি সবসময় প্রচেষ্টা চালিয়ে যাবেন। এইদিন বাসস-এর বিশেষ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি-বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিকে এই আশ্বাস দেন। সাক্ষাতে, দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার অনুভূতি কী প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি বলেন, জাতির এক অনুগত সেবক হিসেবে আমার নির্বাচনের খবরটি আমি অত্যন্ত শান্ত ও ধীরস্থির মন নিয়ে গ্রহণ করি। রাষ্ট্রপতি বলেন, আমার চিন্তায় আমার প্রতিদিনের কাজকর্মের মধ্যে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও মানবতা প্রতিফলিত যেন হয়, এটাই আমার একান্ত কামনা।

রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানান বঙ্গবন্ধু

চলতি মাসেই শিক্ষা কমিশনের রিপোর্ট

শিক্ষামন্ত্রী ইউসুফ আলী বলেন, শিক্ষা কমিশনের প্রতিবেদন প্রাথমিকভাবে এ মাসেই প্রকাশ করা হবে। কমিশনের রিপোর্টে জনগণের দ্বারা গৃহীত হলে সরকার তা যেকোনও মূল্যে কার্যকর করবেন। গতকাল ঢাকায় মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, গণমুখী শিক্ষাব্যবস্থার আলোকে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সরকার শিক্ষা কমিশনকে যে পথ ও পন্থা সুপারিশ জন্য অনুরোধ জানিয়েছিলেন শিক্ষা কমিশন তা করবেন বলে আশা করা যায়। শিক্ষামন্ত্রী বলেন, একমুখী শিক্ষা ব্যবস্থার দাবি কেবল এককভাবে ছাত্রদের দাবি নয়, এ দাবি বাংলাদেশের সকল মানুষের। তবে শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে বলেন, গণমুখী শিক্ষাব্যবস্থার লক্ষ্য রাতারাতি অর্জন করা সম্ভব নয়। পুরাতন ব্যবস্থা সরিয়ে নতুন গণমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে এবং সকলকে শিক্ষায় সমান সুযোগ দান করতে সময় লাগবে।

খাদ্যশস্য নিয়ে ১৫টি জাহাজ চট্টগ্রামে

প্রায় দুই লাখ টন খাদ্যপণ্য নিয়ে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এগুলোর মধ্যে ১০টি জাহাজ এখনও সাগর মোহনায় নোঙর করা রয়েছে। এই খাদ্যশস্যের মধ্যে ৯০ হাজার টন চাল ও বাকিগুলো গম। বন্দরে পাঁচটি জাহাজ থেকে মাল খালাস করা হচ্ছে। সুবিধার জন্য কয়েকটি জাহাজ খুলনা গেছে। এগুলো মংলা বন্দরে মাল খালাস করবে।

এইদিনে বঙ্গবন্ধুকে রৌপ্য নির্মিত নৌকা উপহার দেন ঢাকার ভেজিটেবল অয়েল শিল্পের স্টাফ ও শ্রমিকেরা। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীকে তারা এই প্রতীক উপহার দেন।

 

/এফএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি