X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

খাদ্য সমস্যা সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, জানালেন বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
১৬ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৮:০০

স্বল্পকালের মধ্যে স্থায়ী ভিত্তিতে দেশের খাদ্য সমস্যা সমাধানে সরকারের মনোভাবের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে খাদ্য উৎপাদনে ক্ষুদ্র কৃষি উন্নয়ন স্কিমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

খাদ্য সমস্যা দ্রুত সমাধানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র কৃষি স্কিমের বাস্তবায়ন সারা দেশের সার্বিক কৃষি উন্নয়নে বিশেষ সহায়ক হবে। এনার খবরে বলা হয়, সংসদ সদস্য শামসুদ্দিন চৌধুরী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের চারপাশে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং কক্সবাজার সমুদ্র বন্দরের সুষ্ঠু উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ঢাকা-দিল্লি যুক্ত ঘোষণা আসছে

যুদ্ধাপরাধী ছাড়া পাকিস্তানের সমস্ত যুদ্ধবন্দি, বেসামরিক বন্দি ও পাকিস্তানে যেতে ইচ্ছুক বাংলাদেশে বসবাসকারী অবাঙালিদের ফেরত পাঠানো এবং পাকিস্তানের বলপূর্বক আটকে রাখা বাঙালিদের ফেরত আনার মাধ্যমে সকল মানবিক সমস্যার সমাধানে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন চারদিনের সফর শেষ করেন এইদিন। একটি যুক্ত ঘোষণার মাধ্যমে ঢাকা ও দিল্লি তাদের অবস্থান জানাবে বলে জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিংয়ের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন গত ১৩ এপ্রিল দিল্লি সফরে যান। ১৬ এপ্রিল আলোচনা শেষ হয়। এসব আলোচনা ও পারস্পরিক মতবিনিময় সভায় উপমহাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং একাত্তর পরবর্তী সামরিক ও অন্যান্য সমস্যা সমাধানের পদক্ষেপগুলো বিবেচনা করে দুই দেশের সরকার।

২১ দিনে মাল খালাস

বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য দফতরের মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশ ট্রেডিং করপোরেশন ও অন্যান্য কর্তৃপক্ষকে বন্দরের মাল ২১ দিনের মধ্যে খালাসের নির্দেশ দেন। পোর্ট ট্রাস্টের সম্মেলন কক্ষে আয়োজিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক সভায় বাণিজ্যমন্ত্রী মাল খালাস সম্পর্কিত সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ৬০ হাজার টন মাল গ্রহণ করার নির্দেশ দেন। এই সভায় ট্রেডিং করপোরেশন-এর সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমদানিকৃত মালের মূল্য বৃদ্ধি সম্পর্কে মন্ত্রী জানান, স্তূপীকৃত মাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলে দ্রব্যমূল্য হ্রাস পাবে। পরবর্তী বাণিজ্য মৌসুমে ১৪০ কোটি টাকার মাল আমদানি করা হবে বলেও জানান তিনি।

খাদ্য সমস্যা সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, জানালেন বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর নির্দেশ মেনে কাজ করছে কর্মীরা

ফরিদপুরের ঘূর্ণিঝড় কবলিত এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ত্রাণ কাজ শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কর্মী ও স্বেচ্ছাসেবকরা দুর্গতদের মধ্যে কাজ করছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক এই অঞ্চলের সেবা কার্যক্রম পরিচালনা করেন। ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে সাহায্য কেন্দ্র স্থাপন করে আওয়ামী লীগ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চল সফর করেন এবং কর্মীদের উদ্বুদ্ধ করেন।

/এফএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
পাবনায় মুক্তিযোদ্ধার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনে শেকড় ফাউন্ডেশনের প্রতিবাদ 
পাবনায় মুক্তিযোদ্ধার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনে শেকড় ফাউন্ডেশনের প্রতিবাদ 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক
আগে বাড়ি ফিরতে চান ধোনি, চার-পাঁচ মাস পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
আগে বাড়ি ফিরতে চান ধোনি, চার-পাঁচ মাস পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি