X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৭:১৮

রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং রোহিঙ্গারাও নিরাপদে যত দ্রুত সম্ভব রাখাইনে ফিরে যেতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক ওয়েবিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে রাজনৈতিক পরিস্থিতি ভুলে গেলে চলবে না। ওই দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সবকিছু করা উচিৎ, যাতে করে মিয়ানমারের জনগণ দলে দলে সীমান্ত অতিক্রম না করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেলোয়ার হোসেন বলেন, মিয়ানমারের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক যোগাযোগ দেশটিকে সাহসী করে তুলেছে। এটি চলতে থাকলে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষোভ বাড়তে থাকবে এবং যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে দেলোয়ার বলেন, প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা, জীবনযাপনের ব্যবস্থা এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকতে হবে। এটি না হলে প্রত্যাবাসন করা সম্ভব হবে না। এ ছাড়া অন্যদেশগুলোকে মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ বজায় রাখতে হবে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্র চাইছে মিয়ানমারে গণতন্ত্র ফিরে আসুক এবং গোটা বিষয়টি তাদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি অংশ হিসাবে তারা বিবেচনা করতে পারবে। মিয়ানমার নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সমমনা দেশ যেমন অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সঙ্গে আলোচনা করেছে।

মিয়ানমারে গণতন্ত্র বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলে বাংলাদেশের গুরুত্ব পাবে বলে তিনি জানান।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চীন ও ভারতের সঙ্গে আলোচনা জরুরি। এ ছাড়া জাপান ও ভারত যেন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেটির জন্য তাদেরকে বোঝাতে হবে।

নিরাপত্তা বিশ্লেষক মো. শাখাওয়াত হোসেন বলেন, আসিয়ান মিয়ানমারের গণতন্ত্রের জন্য তেমন উদ্বিগ্ন নয় এবং এ কারণে তাদের কাছ থেকে প্রত্যাশা করার মতো কিছু নেই।

 

/এসএসজেড/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট