X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে শুরু হচ্ছে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ০০:১৯আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৯

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে আলোচনা বৃহস্পতিবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচরে তাদের কর্মকাণ্ড কি হবে সে বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (৯ জুন) রাতে তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি মুখ্য সচিবের সভাপতিত্বে রোহিঙ্গাদের উপর একটি বৈঠক হয় সেখানে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ভাসানচরে জাতিসংঘ কি করবে তার স্ট্যার্ন্ডাড অফ প্রসিডিওর ঠিক করবে।

তিনি বলেন, আগে আপনারা শুনেছিলেন জাতিসংঘের একটি বড় ফিজিবিলিটি টিম আসবে কিন্তু এখন এ বিষয়ে আর কারও আগ্রহ নেই। এখন সবার কাছ থেকে একটি সমর্থন দেখা যাচ্ছে এবং এর আগে ১০ জন রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচর পরিদর্শন করেছেন। 

কবে নাগাদ জাতিসংঘ ভাসানচরে কাজ শুরু করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই এই আলোচনা দ্রুত শেষ করে তারা সেখানে যাক।

ক্যাম্পে কোভিড পরিস্থিতি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা আশংকাজনক জানিয়ে তিনি বলেন, অনেকদিন এটি ১ শতাংশের মতো ছিল কিন্তু সম্প্রতি এটি ১৪-১৫ শতাংশ হয়েছে যা কিছুটা উদ্বেগজনক।

রোহিঙ্গাদের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা জাতিসংঘকে বলেছি তারা যদি কোনওখান থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য টিকা সংগ্রহ করতে পারে, তবে সেটি তারা প্রয়োগ করতে পারবে। তবে বাংলাদেশেরে জন্য যে টিকা সংগ্রহ করা হচ্ছে তা থেকে টিকা দেওয়া দুষ্কর।

এছাড়া ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অনেকদূর এগিয়েছে এবং তা এ বছর শেষ হবে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক ঢাকা অফিস খোলার খসড়া সমঝোতায় অনুমোদন     
ইসরায়েলি যুদ্ধে গাজায় অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি