X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে শুরু হচ্ছে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ০০:১৯আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৯

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে আলোচনা বৃহস্পতিবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচরে তাদের কর্মকাণ্ড কি হবে সে বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (৯ জুন) রাতে তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি মুখ্য সচিবের সভাপতিত্বে রোহিঙ্গাদের উপর একটি বৈঠক হয় সেখানে এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ভাসানচরে জাতিসংঘ কি করবে তার স্ট্যার্ন্ডাড অফ প্রসিডিওর ঠিক করবে।

তিনি বলেন, আগে আপনারা শুনেছিলেন জাতিসংঘের একটি বড় ফিজিবিলিটি টিম আসবে কিন্তু এখন এ বিষয়ে আর কারও আগ্রহ নেই। এখন সবার কাছ থেকে একটি সমর্থন দেখা যাচ্ছে এবং এর আগে ১০ জন রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তারা ভাসানচর পরিদর্শন করেছেন। 

কবে নাগাদ জাতিসংঘ ভাসানচরে কাজ শুরু করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই এই আলোচনা দ্রুত শেষ করে তারা সেখানে যাক।

ক্যাম্পে কোভিড পরিস্থিতি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা আশংকাজনক জানিয়ে তিনি বলেন, অনেকদিন এটি ১ শতাংশের মতো ছিল কিন্তু সম্প্রতি এটি ১৪-১৫ শতাংশ হয়েছে যা কিছুটা উদ্বেগজনক।

রোহিঙ্গাদের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা জাতিসংঘকে বলেছি তারা যদি কোনওখান থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য টিকা সংগ্রহ করতে পারে, তবে সেটি তারা প্রয়োগ করতে পারবে। তবে বাংলাদেশেরে জন্য যে টিকা সংগ্রহ করা হচ্ছে তা থেকে টিকা দেওয়া দুষ্কর।

এছাড়া ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অনেকদূর এগিয়েছে এবং তা এ বছর শেষ হবে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?