X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অকৃষি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার রাজি: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ২৩:০৫আপডেট : ২০ জুন ২০২১, ২৩:০৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ দূষণ রোধে সরকার ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায়। এ লক্ষ্যে হাকালুকি হাওরসহ অন্যান্য জলাভূমি ও অকৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব এলে সরকার তাতে স্বাগত জানাবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
 
রবিবার (২০ জুন) ইএলইআরআইএস এনার্জি গ্লোবাল-এর প্রেসিডেন্ট ডেভিড টেইলরের নেতৃত্বাধীন ইএলইআরআইএস এনার্জি ফর এশিয়ার প্রতিনিধিদল সোনাদিয়া দ্বীপে নির্মাণাধীন ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন।
 
এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, ইএলইআরআইএস এনার্জি ফর এশিয়ার চিফ অপারেটিং অফিসার জেরি প্রাইস, কান্ট্রি ডিরেক্টর জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।
 

আলোচনাকালে ডেভিড টেইলর জানান, তার সংস্থা সোনাদিয়া দ্বীপ ও চট্টগ্রামের বাঁশখালীতে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। ক্রমান্বয়ে কেন্দ্রদুটো ১০০০ মেগাওয়াট করে উৎপাদন করতে পারবে। তাই এ দুটি কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়নে পরিবেশমন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি।

তিনি আরও জানান, উপকূলীয় এলাকাসহ দেশের যেসব স্থানে শক্তিশালী সূর্যরশ্মি পাওয়া যাবে সেখানে এ ধরনের আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।

আলোচনাকালে পরিবেশমন্ত্রী জানান, বর্তমানে ক্লাইমেট ভালনার‍্যাবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশ সরকার জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চেষ্টা করছে। তাই প্রচলিত তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার।

 

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার