X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশে পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই

উদিসা ইসলাম
২৫ জুন ২০২১, ০৮:০০আপডেট : ২৫ জুন ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২৫ জুনের ঘটনা।)

দেশের কোথাও পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই। ১৯৭৩ সালের এদিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একশ্রেণির পত্রিকায় পার্বত্য চট্টগ্রামে ইউনিফর্ম পরা কয়েকজনকে পাকিস্তানি সৈন্য বলে খবর প্রকাশ করে। সংবাদপত্রে প্রকাশিত পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব সম্পর্কিত খবরের প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ হয়েছে। এ বিষয়ে সরকার বলতে চায়, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশের কোনও অংশে ইউনিফর্ম পরা বা না পরা কোনও পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার এই জেলার যেকোনও পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে পুলিশবাহিনীর শক্তি বৃদ্ধির সম্ভাব্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশে পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই

এর আগে ২৪ জুনের একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে, পার্বত্য চট্টগ্রাম থেকে ডাকাতি-লুণ্ঠন-অগ্নিসংযোগ ও অন্যান্য অরাজকতা ক্রমাগত বাড়ার খবর পাওয়া যাচ্ছিল। এবং এই মর্মে খবর আসে যে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় পাকিস্তানের সামরিক দুষ্কৃতিকারীদের বিভিন্ন দলের অস্তিত্ব পাওয়া গেছে।

অগ্রিম বরাদ্দ অনুমোদন

জাতীয় সংসদের ১৯৭৩-৭৪ অর্থবছরে ৮৫ কোটি ৭৬ লক্ষ ১৬ হাজার টাকা অগ্রিম বরাদ্দ অনুমোদন করা হয়। চলতি বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই পরবর্তী অর্থবছর শুরু হয়ে যাচ্ছে বলে বাজেট অনুমোদন সাপেক্ষে কাজ চালিয়ে যাবার জন্য আর্থিক বরাদ্দ অনুমোদন করা হয়।

অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই অগ্রিম বরাদ্দের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত নির্দলীয় সংসদ সদস্য মানবেন্দ্র লারমা মো বৈধতার প্রশ্ন তুলে বলেন অর্থমন্ত্রীর প্রস্তাবটি বিধিগতভাবে উপস্থাপন হয়নি। জবাবে অর্থমন্ত্রী ভারতীয় লোকসভা ও ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টান্ত দিয়ে বলেন এ ধরনের পরিস্থিতিতে অগ্রিম বরাদ্দ অনুমোদন করার উদাহরণ আছে। এ ব্যাপারে আপত্তির কিছু নেই।

অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আরও বলেন, তার একান্ত ইচ্ছা যে বাজেট সংসদে ভালোভাবে আলোচিত হোক। এই জন্য বাজেট আলোচনায় পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। তিনি বলেন, ইচ্ছে করলে ৩০ জুনের মধ্যে আমরা বাজেট পাস করিয়ে নিতে পারতাম কিন্তু সদস্যদের সুযোগ দানের জন্য ১৫ জুলাই পর্যন্ত আলোচনা অব্যাহত রাখা হচ্ছে।

দেশে পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই

ইউরোপ ও অন্যত্র স্থায়ী শান্তিই লক্ষ্য

সোভিয়েত-মার্কিন যুক্ত ইশতেহারে বলা হয়েছে যে ইউরোপে স্থায়ী শান্তি নিশ্চিত করাই সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের নীতির প্রাথমিক লক্ষ্য বলে মনে করছে। এই দিন এই যুক্ত ইশতেহার স্বাক্ষরিত হয়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি লিওনিদ ব্রেজনেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন এই চুক্তি স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট নিক্সন ও সোভিয়েত নেতা এক যুক্ত ইশতেহারে বলেন যে তাদের শীর্ষ বৈঠকে ইউরোপ ও পৃথিবীর অন্যত্র উত্তেজনার হ্রাসের সম্ভাবনা বেড়েছে।

পাকিস্তানের পত্র বিবেচনা করছে ভারত

বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে ১৯৭১ সালের যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা মীমাংসার ব্যাপারে ভারত-পাকিস্তান সরকারি পর্যায়ে আলোচনা সম্পর্কে পাকিস্তানের লেখা সর্বশেষ চিঠি বিবেচনা করছে ভারত।

পাকিস্তানের পররাষ্ট্র বিষয়কমন্ত্রী আজিজ আহমেদের পত্র এদিন নয়াদিল্লিস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বা দা রেডিও পাকিস্তান কেউই পত্রের বিষয়বস্তু প্রকাশ করেনি।

দেশে পাকিস্তানি সৈন্যের অস্তিত্ব নেই

বন্যা পরিস্থিতির অবনতি

দেশের সকল প্রধান প্রধান নদীতে পানিস্ফীতি দেখা দিয়েছে। এই দিন বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ দফতর সূত্রে প্রকাশ, বাহাদুরাবাদ ঘাটে ব্রহ্মপুত্র ও সিরাজগঞ্জে যমুনার পানি অব্যাহতভাবে পাঁচ দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজশাহীর গঙ্গা, গোয়ালন্দে পদ্মা, ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্রে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ঢাকার বুড়িগঙ্গায় পানি বাড়ছে। এ গতি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ব্যাপকভাবে প্লাবন দেখা দেওয়ার শঙ্কা প্রকাশ করা হয়।

/এফএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা