স্বদেশের কল্যাণে নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও সততার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি অফিসারদের প্রতি আহ্বান জানান। ১৯৭৩ সালের এদিনে উত্তরা গণভবনে এক উচ্চপর্যায়ের সম্মেলনে ভাষণদানকালে বঙ্গবন্ধু এ আহ্বান জানান। বন্যা কবলিতদের ত্রাণ পাওয়ার ব্যাপারে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের উপদেশ দেন তিনি। মানুষের দুর্দশা লাঘবে ত্রাণ সংগ্রহের সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। তবে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনও টাউটকে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
বঙ্গবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের সঙ্গে বন্যানিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ অংশ নেন। রাজশাহী বিভাগের ডেপুটি কমিশনার, এসপি, আইজি, রক্ষীবাহিনীর প্রধান, সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মচারীরা সম্মেলনে যোগদান করেন।
দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। যে কোনও মূল্যে দেশে শান্তি নিশ্চিত করার জন্য সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত বলিষ্ঠভাবে কার্যকর করার উদ্দেশ্যে ব্যাপক কর্মসূচিও নেওয়া হয়।
কর্মচারীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তারা গ্রহণ করবেন। এ সময় ত্রাণ বণ্টনেরও নির্দেশ দেন তিনি।
জনসাধারণের কল্যাণ সাধন না করে যারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার সুযোগ সন্ধান করছে তাদেরকেও কঠোরভাবে হুঁশিয়ার করে দেন বঙ্গবন্ধু।
উচ্চপর্যায়ের সম্মেলনে রাজশাহী বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বন্যা ব্যবস্থা সম্পর্কে বিশেষভাবে আলোচনা হয় এবং কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনের সিদ্ধান্ত হয়, নিজেদের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে থানাপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দায়ী করা হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রাইফেলসকে নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি পর্যালোচনা
১৯৭৩ সালের এদিন ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হয়। সফররত ভারতীয় বাণিজ্য দল, বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বর্তমান বাণিজ্য চুক্তি পর্যালোচনা এবং ভবিষ্যৎ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ভারত-বাংলাদেশ নয়া বাণিজ্য চুক্তি সম্পর্কে চূড়ান্ত আলাপ-আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী ডি পি চট্টোপাধ্যায় এদিন ঢাকায় এসে পৌঁছাবেন বলে আশা করা হয়।
নারিকেলের চারা লাগান বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকালে উত্তরা গণভবন প্রাঙ্গনে একটি নারিকেল চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করেন। এসময় বন্যানিয়ন্ত্রণমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ ও তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরাও ছিলেন। বঙ্গবন্ধুকে চাঁপাইনবাবগঞ্জের একটি প্রতিনিধিদল কয়েকটি আমের চারা উপহার দেন। প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধিরা।
রেশন কার্ড নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের তথ্য প্রকাশ
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ রাজধানীর দুটি রেশনিং এলাকায় ভুয়া রেশন কার্ড উদ্ধার অভিযান চালিয়ে ৫ দিনে ১ লাখ ২৮ হাজার ৫৬৬টি রেশন কার্ড উদ্ধার করেছে। রাজধানীর ডি-৪ ও ডি-৫ রেশনিং এলাকায় ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ অভিযান চালানো হয়। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডি-৪ ও ডি-৫ রেশনিং এলাকায় ২১১টি দোকানের মধ্যে ১৭১টি দোকানে অভিযান চালানো হয়। বাকি দোকানের হিসাব পাওয়া গেলে ভুয়া রেশন কার্ডের সংখ্যা দেড় লাখ ছাড়াবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।