X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘দরিদ্রদের জন্য ২০ কোটি মাস্ক কেনা হোক’

জাকিয়া আহমেদ
০৩ জুলাই ২০২১, ১১:০০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫:০৬

বাংলাদেশের ৫২টি জেলা করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকার তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে। কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটিও বলছে, সারাদেশেই উচ্চসংক্রমণ এবং ৫০টিরও বেশি জেলায় অতি উচ্চসংক্রমণ লক্ষ্য করা গেছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি থেকে ঢাকাকে বাঁচাতে সরকার সারাদেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করতে গত ২২ জুন ঢাকার চারটি জেলাসহ পার্শ্ববর্তী সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১ জুলাই থেকে পুরোদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। বন্ধ রয়েছে সব সরকারি-বেসরকারি অফিস।

লকডাউনে সংক্রমণ কমবে, এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে‑ এমনটা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু দেশে মহামারি শুরুর পর থেকেই শ্রমজীবী মানুষকে মাস্ক পরানোসহ স্বাস্থ্যবিধি মানানো যায়নি। এখনও সেটি না হলে কিছুদিনের জন্য ‘লাগাম টেনে ধরা’ সম্ভব হবে, দিনশেষে তা দীর্ঘস্থায়ী হবে না।

এদিকে দেশের মানুষ মাস্কের বিষয়ে উদাসীন ছিল শুরু থেকেই। মাস্ক পরা নিশ্চিত করতে গত আগস্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির সিদ্ধান্তও নিতে বাধ্য হয় সরকার। তাতেও শতভাগ মানুষকে মাস্ক পরানো যায়নি। চলতি বছরের ৬ মে মাস্ক নিয়ে আট নির্দেশনা জারি হয়। সে কার্যক্রমও নেই এখন। বরং করোনার দ্বিতীয় ঢেউয়ে মাস্ক ছাড়া মানুষের সংখ্যাই ছিল বেশি।

‘দরিদ্রদের জন্য ২০ কোটি মাস্ক কেনা হোক’ মাস্ক পরতে বেশি অনীহা দেখা যায় খেটে-খাওয়া মানুষের মধ্যে। ‘মাস্ক নেই কেন’ প্রশ্নে একাধিক শ্রমজীবী জানালেন, মাস্ক কেনার চেয়ে ওই টাকায় খাবার কেনা বেশি দরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভয়ভীতি দেখিয়ে নয়, সহযোগিতাপূর্ণ আচরণ দিয়ে দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। নয়তো সংক্রমণ রোখা যাবে না।

মহামারি বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, শ্রমজীবীদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে। তাদের বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে হবে। লকডাউনের সময় খাবার দেওয়াটাও গুরুত্বপূর্ণ।

‘সহযোগিতাপূর্ণ আচরণ ছাড়া শ্রমজীবীদের ঘরে রাখা যাবে না। ঘরে রাখা না গেলে সংক্রমণকে যে পর্যায়ে নামিয়ে আনতে চাইছি, তা সম্ভব হবে না।’ বলেন ডা. মুশতাক।

নিম্ন আয়ের অথবা দিনমজুরদের বিষয়ে বিকল্প পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটর সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যদি বিকল্প পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়, তবে শ্রমিকরা জীবিকার তাগিদে বিধিনিষেধ মানবে না। ঘর থেকে বের হবেই।’

‘দরিদ্রদের জন্য ২০ কোটি মাস্ক কেনা হোক’ তিনি আরও বলেন, ‘যে মানুষের পেটে খাবার নেই, তাকে ৫-১০ টাকা দিয়ে মাস্ক কেনানো যাবে না। এজন্য শুরু থেকেই বলছি, সরকার ও সামাজিক সংগঠনগুলো এ মানুষগুলোর জন্য বিনামূল্যে নিয়মিত মাস্ক সরবরাহ করতে পারে।’

একই কথা বললেন স্বাস্থ্য অধিদফতরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য অধ্যাপক আবু জামিল ফয়সাল। তিনি বলেন, ‘সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক ও খাদ্য সহায়তা যেভাবে দিচ্ছে, সেভাবে মাস্ক সহায়তাও দিতে হবে। এটা বড় কিছু নয়। এটা না দিলে একজন থেকে পাঁচজন সংক্রমিত হবে।’

‘দেশে ৪০ হাজার পোশাক কারখানা আছে। প্রতিটি কারখানাকে সরকার নির্দেশ দিক ৫০০ করে মাস্ক বানাতে। তাহলে দুই কোটি মাস্ক একসঙ্গে আসবে।’ এমন মন্তব্য করে অধ্যাপক আবু জামিল বলেন, ‘এবারের বাজেটে করোনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এক হাজার কোটি টাকা থোক বরাদ্দ আছে। সেখান থেকে ১০০ কোটি টাকা খরচ করে মাস্ক কেনা হোক। ২০ কোটি মাস্ক কিনে ফেলা হোক একবারে। এরপর এগুলো বিতরণ করতে থাকি। ভালো মাস্ক কিনে বস্তি এলাকায়, ভাসমান মানুষ ও শ্রমজীবীদের দিতে হবে। সংক্রমণের চেইনটা ভাঙতে মাস্কের বিকল্প নেই।’

‘রাস্তায় ধরে ধরে জরিমানা করে কিছু হবে না। সহযোগিতামূলক পদক্ষেপ দরকার।’ জানালেন আবু জামিল ফয়সাল।

/জেএ/এফএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ