আজ সোমবার সাড়ে ৭টায় নয়, রাত সাড়ে ৯টায় মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ধ্যায় ৭টায় এ তথ্য জানিয়েছে।
জরুরি নোটিশ উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার টিকা নিয়ে কাতার এয়ার ওয়েজের বিশেষ ফ্লাইট আজ ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকা স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে গ্রহণ করবেন বলে জানিয়েছিল মন্ত্রণালয়।
গত ৩ জুলাই কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দুইশ’ ডোজ টিকা ঢাকায় আসে। তারও আগে প্রথম চালানে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় আসে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগেই মডার্নার ২৫ ডোজ টিকা দেশে এসেছে।
দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে মডার্নার এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০ লাখ পাঁচ হাজার ৯০৩ জনকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।