X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চিড়িয়াখানায় টিকিট ছাড়া ঢুকলে দুই মাসের জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৯:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৯:৫৭

টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকলে দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ চিড়িয়াখানা আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দেন সচিবালয় থেকে।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, চিড়িয়াখানার ব্যবস্থাপনা, পরিচালনা, পশু-পাখির চিকিৎসা ব্যবস্থার বিষয়টি আইনে বলা আছে। যদি কেউ ফি ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছিল, কিন্তু মন্ত্রিসভা এটিকে অনুমোদন না করে কিছুটা পরিবর্তন করেছে। কারণ বর্তমানে চিড়িয়াখানায় প্রবেশ ফি অনেক কম। এজন্য দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। চিড়িয়াখানায় প্রবেশ করে কারণে-অকারণে কোনও পশুকে খোঁচা দিলে বা কোনও পশুর ক্ষতি করলে তার শাস্তি কী হবে, সে বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশের আইনের বিধানগুলো দেখে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের সময় সিদ্ধান্ত জানিয়ে দেবে বলেও জানান কেবিনেট সচিব।

সচিব জানান, আইনে বলা আছে দর্শনার্থীরা কীভাবে চিড়িয়াখানায় ঘুরবেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত বা প্রতিবন্ধীদের চিড়িয়াখানা দেখার জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে আইনে। সরকারি দুটিসহ বেসরকারি সকল চিড়িয়াখানাও এই আইন দ্বারা পরিচালিত হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়ক পরিবহন আইনে সাজা কমিয়ে বাড়ানো হচ্ছে জামিনের আওতা
এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের