X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানের অযৌক্তিক মনোভাবের সমাধান হয়নি

উদিসা ইসলাম
২৫ আগস্ট ২০২১, ০৮:০০আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২৫ আগস্টের ঘটনা।)

এদিন নয়াদিল্লিতে ভারত-পাকিস্তান কর্মকর্তা পর্যায়ে আলোচনা নবম দিনে পা রাখে। পাকিস্তানের অযৌক্তিক দৃষ্টিভঙ্গির কারণে আলোচনা অচল অবস্থায় পৌঁছেছে বলে জানানো হয়। দুই ঘণ্টা আলোচনার পর বের হয়ে এসে উভয় পক্ষই প্রকৃত অবস্থা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলেন, ‘আবারও বৈঠক হবে।’

তবে সবকিছু যে ভালো চলছে না- ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দূত পিএন হাকসারের মন্তব্যে সেটার ইঙ্গিত পাওয়া যায়। পাকিস্তান নাকি আরও কিছু ছাড় দিয়েছে। একজন বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে হাকসার বলেন, এটা হলো পাকিস্তানের কিংবদন্তির অংশ। অর্থাৎ তারা যা বলে সব যুক্তিসঙ্গত এবং অন্যদের সবই অযৌক্তিক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর আদেশ নিয়ে তার পররাষ্ট্র সচিব আগাশাহী বৈঠকে যোগ দেন। ফিরে এসে আগাশাহী আভাস দিয়েছেন, আলোচনার অগ্রগতি পাকিস্তানের ওপর নয়, ভারত ও বাংলাদেশের ওপর নির্ভর করছে। এভাবে পাকিস্তান কোনও আনুষ্ঠানিক সমাধান আনতে পারবে না।

১৯৭৩ সালের ২৬ আগস্টের পত্রিকার একাংশ এ সময় অপেক্ষমাণ সাংবাদিকদের কৌতুক করে হাকসার বলেন, ‘সন্তান এখনও ভূমিষ্ঠ হয়নি’। তবে তারা আগামীকাল বসবেন বলেও জানান।

হাকসার বলেন, তিনি আলোচনার গতি-প্রকৃতি জানাতে রাজি নন। তার দেখানোর মতো কোনও লাইন নেই। তবে চাইলে সাংবাদিকরা তাদের পাকিস্তানি বন্ধুদের কাছে যেতে পারেন। তারা চাইলে একটা লাইন দেখাতে পারবেন। ভারত অচলাবস্থা দূর করে একটা মতৈক্যে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছে- এটা বাস্তব সত্য। তবে হাকসারের মন্তব্য থেকে মনে হয় আগামীকালের বৈঠক চূড়ান্ত বৈঠক নাও হতে পারে। হয়তো পরের দিনও বৈঠক চলবে।

এদিন ভোররাতে আগাশাহী সাংবাদিকদের বলেছেন, আলোচনা ব্যর্থ হবে এ কথা বলার সময় আসেনি। তবে ২৮ আগস্টের মধ্যে পাকিস্তানি দলকে দিল্লি ত্যাগ করতে হবে বলে আভাস দেন। কারণ, ৩০ আগস্ট থেকে আজিজ আহমেদকে বিদেশ সফরে যেতে হবে। আগাশাহী আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে মীমাংসায় পৌঁছানোর যথাসাধ্য চেষ্টা করতে বলেছেন।

আইনের স্বীকৃত নীতিমালা মানা উচিত

‘আমাদের সমস্ত চিন্তা ও কাজ সময়ের কষ্টিপাথরে যাচাইকৃত এবং পরিবর্তিত সমাজ চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ আইনের স্বীকৃত নীতিমালার দ্বারা পরিচালিত হওয়া উচিত।’ রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী আইভরিকোস্টের রাজধানীতে অনুষ্ঠিত ষষ্ঠ আইনজীবী সম্মেলনে এ মন্তব্য করেন।

আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রায় এক হাজার আইনজীবী ও বিচারক অংশ নেন। সম্মেলন বিশ্বশান্তির জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে এবং নৈতিক ও আত্মিক শক্তিগুলোকে নেতৃত্ব দেবে বলে ঐকান্তিক আশা প্রকাশ করেন তিনি।

১৯৭৩ সালের ২৬ আগস্টের পত্রিকার একাংশ রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বলেন, মানসচক্ষে এমন এক বিশ্ব প্রত্যক্ষ করি যেখানে বিভিন্ন জাতি শান্তি ও সৌহার্দ্য নিয়ে বাস করবে এবং এ ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের বিরামহীন চেষ্টা চালাতে হবে।

পরিকল্পনা কমিশনের গোপন নথিপত্র পাচার

অর্থনীতির বিষয়ে গোয়েন্দাবৃত্তির দায়ে ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উপযুক্ত সূত্রের বরাত দিয়ে এনা বলেছে, ক্যাপ্টেন (অব.) জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী ও তার ম্যানেজারকে প্রধানমন্ত্রীর ভিজিল্যান্স টিম গ্রেফতার করছে।

তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিকল্পনা কমিশনের গোপন নথিপত্র পাচারের অভিযোগে প্রেসিডেন্টের ৫০ নম্বর আদেশ বলে মতিঝিল বাণিজ্যিক এলাকায় তাদের অফিস তালাবদ্ধ করা হয়। এই সূত্রে বলা হয়, কতিপয় পদস্থ কর্মচারী এতে জড়িত আছে।

 

 

 

/এফএ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবকের নামে মামলা
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবকের নামে মামলা
শিগগিরই জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের
শিগগিরই জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের
স্ত্রীসহ সাবেক এমপি আতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ সাবেক এমপি আতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের
সর্বাধিক পঠিত
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি: পরিবেশ উপদেষ্টা
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি: পরিবেশ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত