X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে দুই ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৫:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:৩৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাপ্রাপ্তি এবং যে কর্মসূচি হাতে নিয়েছি, তা ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি লোককে টিকা দিতে সক্ষম হবো। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ১ কোটি ৮২ লাখ মানুষকে ডাবল ডোজ দিয়েছি। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে ডাবল ডোজ দিতে সক্ষম হবো। সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে ১২ কোটি লোককে ডাবল ডোজ দিতে পারবো। তাহলে ৭০ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়ে যাবে।’

রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে একথা তিনি জানান। 

জাহিদ মালেক বলেন, ‘এ পর্যন্ত আমরা ৭ কোটি ২২ লাখ ভ্যাকসিন পেয়েছি। তার মধ্যে ৩ কোটি ৬১ লাখ প্রথম ডোজ দিয়েছি এবং এক কোটি ৭৯ লাখ  দ্বিতীয় ডোজ দিয়েছি। অর্থাৎ ৫ কোটি ৪১ লাখ টিকা দেওয়া হয়েছে। আমি মনে করি, একটা ভালো সংখ্যা। এই মুহূর্তে এক কোটি ৮১ লাখ টিকা হাতে আছে আমাদের।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, এ মাসে হাতে ৩ কোটির বেশি টিকা থাকবে। সর্বাধিক টিকা যাতে আমরা দিতে পারি, সেই পরিকল্পনা হাতে নিয়েছি। কোভ্যাক্স থেকে বিনামূল্যে, ক্রয়কৃত এবং অন্যান্য সোর্স থেকে পৌনে চার কোটি ডোজ টিকা নভেম্বরের দিকে আমাদের হাতে থাকবে। আমাদের সবচেয়ে বেশি টিকা আসবে ডিসেম্বরে। কোভ্যাক্স, চীন থেকে কেনা টিকার প্রায় পাঁচ কোটি ডোজ আমরা ডিসেম্বরে আশা করছি। আর জানুয়ারিতে প্রায় পৌনে চার কোটি ডোজ হাতে থাকবে বলে আশা করি। অর্থাৎ, সবমিলিয়ে আমাদের কাছে জানুয়ারির মধ্যে ১৬ কোটি ডোজ টিকা থাকবে।’

তিনি বলেন, ‘দৈনিক আমরা ৪-৬ লাখ টিকা দিয়ে আসছি। ক্যাম্পেইনে আমরা ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা সম্মানসূচক হিসেবে ৮০ লাখ টিকা দিয়েছি। এটি একটি নজিরবিহীন ঘটনা। কোনও দেশ একদিনে ৮০ লাখ টিকা দিতে পেরেছে কিনা আমার জানা নেই। এতে আমাদের সক্ষমতা বেড়েছে। এর চেয়েও বেশি টিকা আমরা দেবো। প্রতিদিন ১০-১৫ লাখ টিকা দিতে হবে। পাশাপাশি আমরা বড় ক্যাম্পেইন করবো। প্রত্যেক মাসেই আমাদের একটা করে কর্মসূচি থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বিএসএমএমইউ'র সাবেক ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সৈয়দপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
‘যে চিকিৎসককে যেখানে পদায়ন করা হবে তাকে সেখানেই থাকতে হবে’
কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘গোয়ালঘরে’ পরিণত করেছিল বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!