X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে দুই ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৫:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:৩৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাপ্রাপ্তি এবং যে কর্মসূচি হাতে নিয়েছি, তা ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি লোককে টিকা দিতে সক্ষম হবো। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ১ কোটি ৮২ লাখ মানুষকে ডাবল ডোজ দিয়েছি। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে ডাবল ডোজ দিতে সক্ষম হবো। সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে ১২ কোটি লোককে ডাবল ডোজ দিতে পারবো। তাহলে ৭০ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়ে যাবে।’

রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে একথা তিনি জানান। 

জাহিদ মালেক বলেন, ‘এ পর্যন্ত আমরা ৭ কোটি ২২ লাখ ভ্যাকসিন পেয়েছি। তার মধ্যে ৩ কোটি ৬১ লাখ প্রথম ডোজ দিয়েছি এবং এক কোটি ৭৯ লাখ  দ্বিতীয় ডোজ দিয়েছি। অর্থাৎ ৫ কোটি ৪১ লাখ টিকা দেওয়া হয়েছে। আমি মনে করি, একটা ভালো সংখ্যা। এই মুহূর্তে এক কোটি ৮১ লাখ টিকা হাতে আছে আমাদের।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, এ মাসে হাতে ৩ কোটির বেশি টিকা থাকবে। সর্বাধিক টিকা যাতে আমরা দিতে পারি, সেই পরিকল্পনা হাতে নিয়েছি। কোভ্যাক্স থেকে বিনামূল্যে, ক্রয়কৃত এবং অন্যান্য সোর্স থেকে পৌনে চার কোটি ডোজ টিকা নভেম্বরের দিকে আমাদের হাতে থাকবে। আমাদের সবচেয়ে বেশি টিকা আসবে ডিসেম্বরে। কোভ্যাক্স, চীন থেকে কেনা টিকার প্রায় পাঁচ কোটি ডোজ আমরা ডিসেম্বরে আশা করছি। আর জানুয়ারিতে প্রায় পৌনে চার কোটি ডোজ হাতে থাকবে বলে আশা করি। অর্থাৎ, সবমিলিয়ে আমাদের কাছে জানুয়ারির মধ্যে ১৬ কোটি ডোজ টিকা থাকবে।’

তিনি বলেন, ‘দৈনিক আমরা ৪-৬ লাখ টিকা দিয়ে আসছি। ক্যাম্পেইনে আমরা ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা সম্মানসূচক হিসেবে ৮০ লাখ টিকা দিয়েছি। এটি একটি নজিরবিহীন ঘটনা। কোনও দেশ একদিনে ৮০ লাখ টিকা দিতে পেরেছে কিনা আমার জানা নেই। এতে আমাদের সক্ষমতা বেড়েছে। এর চেয়েও বেশি টিকা আমরা দেবো। প্রতিদিন ১০-১৫ লাখ টিকা দিতে হবে। পাশাপাশি আমরা বড় ক্যাম্পেইন করবো। প্রত্যেক মাসেই আমাদের একটা করে কর্মসূচি থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বিএসএমএমইউ'র সাবেক ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা