X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এই পাপবোধ আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২১:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:২০

শেখ রাসেল হত্যাকাণ্ডকে ইতিহাসের জঘন্যতম ঘটনা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সবার কাছে শিশুরা আদরের। অথচ আমরা এমন একটা জাতি, শিশু শেখ রাসেলকে হত্যা করলাম। এই নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। এই পাপবোধ আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে।’

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস-২০২১-এ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস: অদম্য আত্মবিশ্বাস’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট ও কারবালা আমাদের কাছে লজ্জার মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের ডিসি থাকার সময় শেখ রাসেল হত্যার প্রতিবাদ করেছিলাম। পেপারে এই নিউজ বড় করে ছাপা হয়। এরপর আমাকে রাতারাতি চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়। স্ত্রীকে চট্টগ্রামে রেখে আমি একা ঢাকায় চলে আসি। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে আমাকে জবাবদিহি করা হয়। আমি তো রাজনীতিবিদ নই, আমলা হয়ে কেনই বা এমন কথা বললাম তার জবাব চাওয়া হয়। কেবিনেট সচিব আমাকে বলেন, তুমি কী নেতা হয়ে গেছো।’

তিনি বলেন, ‘শেখ রাসেল আমার চেয়ে ২০-২৫ বছরের ছোট। এক অদম্য প্রাণ। রাসেল আমাদের জন্য অনেক অবদান রাখতে পারতো, অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এটা অনেক লজ্জার ও ঘৃণার। বাঙালি নামটি সামনে এলেই এই ঘৃণা আমাদের সামনে ভেসে ওঠে। রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা ইতিহাসে দেখেছি, তবে ১৫ আগস্টের মতো এমন জঘন্য ঘটনা দেখিনি। এই পাপবোধ আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে। অথচ এই ঘাতকেরা নাকি উচ্চশিক্ষিত, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ড. বিনায়ক সেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাস, শরিফা খান প্রমুখ।

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র