X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মেয়রকেই নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭:১৮

সব প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ করে চট্টগ্রামের সার্বিক উন্নয়নের দায়িত্ব সিটি করপোরেশনের মেয়রকে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত পুরাতন নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের জন্য ‘সিটি করপোরেশন প্রশাসন অবহিতকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের সিটি করপোরেশন তাদের নিজস্ব অর্থ দিয়ে মেট্রোরেল, ফ্লাইওভার এমনকি বিমানবন্দরও বানায়। এ জন্য সিটি করপোরেশনের মেয়রকে নগরপিতা বলা হয়। অন্যরা পারলে আমরা কেন পারবো না? চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মেয়রকেই নিতে হবে। চট্টগ্রামের সব সেবামূলক সংস্থার সঙ্গে সমন্বয় করে মেয়রকে এই দায়িত্ব নিতে হবে।

কাউন্সিলরদের সততা, স্বচ্ছতার মাধ্যমে কাজ করার নির্দেশনা দিয়ে মো. তাজুল ইসলাম বলেন, শুধু অর্থ বরাদ্দ দিলেই উন্নতি হয় না। দরকার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি।

এ সময় নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি সমাজের যাবতীয় বৈষম্য নিরসনে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সাব-জোনে ভাগ করে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে কমিটি গঠনের তাগিদ দেন মন্ত্রী।

তিনি আরও জানান, খাল খনন প্রকল্পসহ সব চলমান প্রকল্পের কার্যক্রম মন্ত্রণালয় থেকে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং সেল কাজ করছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রী মো তাজুল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

এ ছাড়া, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকীসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, স্থানীয় সরকারমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত নগরীর টাইগারপাস থেকে পাহাড়তলী রেললাইন পর্যন্ত রাস্তা এবং বদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত খাল খননকাজ উদ্বোধন করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা পরিষদ ভবনের মূল অংশের নির্মাণকাজ, প্রশিক্ষণপ্রাপ্তদের সেলাই মেশিন প্রদান এবং গৃহহীনদের জন্য জেলা পরিষদের মাধ্যমে নির্মিত ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।

/এসএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, ভালো অবস্থায় আছে: সমবায়মন্ত্রী
রাজউকের খালে ডিএনসিসির পরিষ্কার কার্যক্রম
সবাইকে মশা নিধনে এগিয়ে আসতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন