X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২
বিশ্ব অভিবাসী দিবস

ভোগান্তি পিছু ছাড়ে না প্রবাসী কর্মীর

সাদ্দিফ অভি
১৮ ডিসেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪২

করোনা মহামারির প্রথম ঢেউ সামলে ওঠার আগেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছিল রফতানি খাতে। তখন রেমিট্যান্সই ঘুরিয়েছিল অর্থনীতি চাকা। করোনা মোকাবিলায় সরকারের মনোবল বাড়াতেও বড় ভূমিকা রেখেছিল প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণ অর্থ। অথচ এই সময়টায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছিলেন প্রবাসী কর্মীরাই। আজ (১৭ ডিসেম্বর) বিশ্ব অভিবাসী দিবসে তাই প্রবাসী কর্মীদের প্রশ্ন—এ ভোগান্তি পিছু ছাড়বে কবে?

রেমিট্যান্সের কারণে এর আগে ব্যাংকের তারল্য সংকট দূর হতে দেখা যেত। এবার এর কারণে সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নও সহজ হয়েছে। রেমিট্যান্সের টাকায় তৈরি হয়েছে সহস্রাধিক নতুন উদ্যোক্তা। শক্তিশালী হয়েছে গ্রামীণ অর্থনীতি। রিজার্ভ ছাড়িয়েছে ৪৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ। গত বছরের ডিসেম্বরে এসেছিল ২০৫ কোটি ডলার। তার আগের বছরের ডিসেম্বরে এসেছিল ১৫৯ কোটি ১৬ লাখ ডলার। মহামারির মধ্যেই গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৬০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে—যা এযাবৎকালের সর্বোচ্চ।

দেশের প্রবাসী আয়ের সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-ন‌ভেম্বর) রেমিট্যান্স আসে ৮৬০ কোটি ৮৯ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ কম। এর মধ্যে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা পাঠান ৪৬৬ কোটি ৯৩ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ৫৪ দশমিক ২৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চল‌তি অর্থবছ‌রে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ওমান, ইতালি ও বাহরাইন।

বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) জরিপ বলছে—করোনাকালে প্রায় পাঁচ লাখ প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। বেতন ও অন্যান্য আনুষাঙ্গিকসহ গড়ে ১ লাখ ৭৯ হাজার ৯৮৯ টাকা করে হারিয়েছেন প্রত্যেকে। এদের ৮৫ শতাংশ পুরুষ কর্মী। তারা গড়ে ১ লাখ ৯৪ হাজার টাকা ও নারী কর্মীরা গড়ে ৯৭ হাজার টাকা বেতন হারিয়েছেন।

ভোগান্তির শুরু ফ্লাইট বন্ধে

করোনাকালে বড় ভোগান্তি ছিল ফ্লাইট বন্ধ হওয়া। যে কারণে বিদেশগমনে ইচ্ছুকদের মতো ছুটিতে আসা কর্মীরাও অনিশ্চয়তায় পড়ে যান। এই বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর বিধিনিষেধে বন্ধ থাকে আন্তর্জাতিক ফ্লাইট। ওই মুহূর্তে ৫০-৬০ হাজার ভিসা প্রক্রিয়াধীন ছিল। ইস্যু করা ছিল প্রায় ২৫ হাজার টিকিট। এমনকি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কোয়ারেন্টিন বাবদ বুকিং দেওয়া ছিল হোটেল। সবই অনিশ্চয়তায় পড়ে যায় শুধু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে। পরে আলোচনা সাপেক্ষে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সরকার।

কর্মস্থলে ফিরতে ভোগান্তি

গত বছরের অক্টোবরে করোনার প্রথম ঢেউ কিছুটা কমে এলে সৌদি আরবসহ কয়েকটি দেশে প্রবাসী কর্মীরা যাওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে চালু হয় সৌদি এয়ারলাইন্সসহ কয়েকটি ফ্লাইট। তখন টিকিট সংকটে পড়েন বিদেশগামী কর্মীরা। সীমিত আসনের বিপরীতে কয়েকগুণ বেশি যাত্রীর চাপ দেখা দেয়। অনেকেই দেশে ফেরার সময় রিটার্ন টিকিট নিয়ে ফেরেন। নির্দিষ্ট সময়ে ফ্লাইট চালু না হওয়ায় রিটার্ন টিকিটের সময়সীমাও শেষ হয়ে যায়। তখন সৌদি আরবে ফেরা নিয়ে বিপাকে পড়তে হয় অনেককে। কর্মস্থলে ফিরতে পারেননি অনেক কর্মী। ততদিনে শেষ হয়ে যায় অনেকের ভিসার মেয়াদ। সৌদি প্রবাসীরা আকামার মেয়াদ বাড়াতে চাইলেও অধিকাংশ নিয়োগদাতা তখন সাড়া দেননি। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন কর্মীরা।

কোয়ারেন্টিন ভোগান্তি ও ল্যাব সংকট

করোনাকালে বাংলাদেশ থেকে অভিবাসন ব্যয়ও বেড়েছে অনেক। বেড়েছে টিকিটের দাম। তবে এর মাঝে কোয়ারেন্টিন খরচ নিয়ে বেশি বিপাকে পড়েছিলেন সৌদি আরবগামী কর্মীরা। পুরো টাকা পরিশোধ করার পরও প্রতিশ্রুতি অনুযায়ী সেবা ও হোটেল পাননি তারা। পরে কর্মীদের কোয়ারেন্টিন খরচে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ২৫ হাজার টাকা করে দেওয়া হয় কর্মীদের।

এদিকে আরব আমিরাত সরকার গত ৪ আগস্ট শর্ত দেয়—বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট মেশিন না থাকা দেশগুলো থেকে যাত্রী প্রবেশ করতে পারবে না। ওই তালিকায় বাংলাদেশও ছিল। ৬ সেপ্টেম্বর বিমানবন্দরে ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরও প্রায় মাসখানেক লেগে যায় ল্যাব স্থাপন করে কার্যক্রম শুরু করতে। ল্যাবের দাবিতে বিক্ষোভ-মানববন্ধনও করতে হয়েছে আমিরাত প্রবাসীদের।

টিকা জটিলতা

জুন-জুলাইতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তখন রেজিস্ট্রেশনে দেখা দেয় জটিলতা। প্রবাসী কর্মীদের টিকার জন্য সুরক্ষা প্লাটফর্মে ২ জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। পরে বিএমইটি চালু করে ‘আমি প্রবাসী’ অ্যাপ। কিন্তু বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন ও স্মার্টকার্ড না থাকায় সেখানেও ভোগান্তির শিকার হন প্রবাসী কর্মীরা। এদিকে আবার রাজধানীর সাতটি হাসপাতালে প্রবাসীদের টিকা কেন্দ্র নির্ধারণ করে দেয় সরকার। দেশজুড়ে কঠোর বিধিনিষেধের মধ্যেই টিকা নিতে ঢাকায় আসতে হয় প্রবাসী কর্মীদের। অ্যাপে নিবন্ধনের পর পাসপোর্ট ভেরিফিকেশনেও গেছে সাত থেকে দশ দিন। এরপর আবার নির্দিষ্ট দিনে এসেও টিকা পাননি অনেকে। টিকার জন্য বিক্ষোভও করতে হয়েছিল প্রবাসী কর্মীদের।

এসব ভোগান্তি নিয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘যেখানে সম্ভব হয়েছে তড়িৎ কাজ করেছি। সৌদিতে কোয়ারেন্টিনের জন্য ২৫ হাজার টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছি। আমি দুবাইতে ছিলাম। সচিবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দিলাম, এটা আমরা বহন করবো।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে সিভিল এভিয়েশন আছে, ইমিগ্রেশন আছে। তারা বলবে ভোগান্তি কেন। প্লেনের ভাড়া বেশি হওয়ার বিষয়ে এয়ারলাইন্সগুলো বলতে পারবে। গতকালও আমার সঙ্গে মন্ত্রী সাহেবের দেখা হলো। আমি জানতে চাইলাম। উনি বললেন, আমরা বসছি। আমি বললাম, বসতে বসতে তো সিজন পার হয়ে যাবে। আমার মানুষ আটকে আছে। তাদের বড় একটা অংশ ব্যয়ভার সামলাতে পারছে না। আমি প্রস্তাব দিয়েছি। এখন দেখা যাক ওনারা সেটা গ্রহণ করবেন কি করবেন না। বিদেশে অবস্থানরত কর্মীদের জন্য আমরা ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।’

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘প্রবাসী কর্মীদের সমস্যা আগে থেকে কোনোভাবেই ম্যাপিং করতে পারি না যে, অভিবাসন খাতে কোন সমস্যা হতে পারে, সমাধান কী হবে। কর্মীরা যখন অসহায় হয়ে রাস্তায় নামে তখন আমরা সমাধানের পথ খুঁজি। অনেকের ধারণাই এমন যে, কর্মীরা টাকা খরচ করে যাবে, জায়গা-জমি বিক্রি করে যাবে। দুর্ভোগ, ভোগান্তি সব তাদের ওপর দিয়ে যাবে। এমন যদি হয় তবে আমাদের নীতি নির্ধারকদের কাজটা কী?’

তিনি আরও বলেন, ‘একজন কর্মী যখন সিদ্ধান্ত নেয় বিদেশ যাওয়ার, তখন থেকে তার দুর্ভোগ শুরু। প্রতিটি ধাপেই ভোগান্তি। এ কাজ সহজ করা কিন্তু একটি মন্ত্রণালয়ের হাতে নেই। এখানে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পাসপোর্ট অধিদফতর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জড়িত। এই দফতরগুলোর একটা সমন্বয় জরুরি।’

/এফএ/
সম্পর্কিত
ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে: আসিফ নজরুল
বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতে পদক্ষেপ নেবে ইতালি
যেকোনও শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
সর্বশেষ খবর
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার