X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

সেই কৃষকই তো বেশি মর্যাদা পাওয়ার যোগ্য: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১, ১২:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫

কোনও কাজকেই ছোট করে দেখা উচিত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমের মর্যাদার শিক্ষাটা আমাদের ছেলেমেয়েদের দিতে হবে। অনেক সময় কৃষকের ছেলে বড় অফিসার হলে বাবার পরিচয় দিতে চায় না। মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা তাকে পড়ালো, সেই বাবাই তো বেশি মর্যাদা পাওয়ার যোগ্য।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘উচ্চশিক্ষিত হয়ে একটা ফুলপ্যান্ট পরে অনেকেই মনে করে তার আর মাঠে নামার দরকার নেই। মাঠে নামতে চাই না। এটা একটা মানসিক দৈন্যতা। এ দেশের মানুষের মধ্যে এই প্রবণতা থাক, এটা আমরা চাই না।’

সরকারপ্রধান বলেন, ‘যারা অসচ্ছল, তাদের আমরা বৃত্তি দিচ্ছি। মাদ্রাসাতেও ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। আমরা সারাদেশে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।’

প্রধানমন্ত্রী ফল পাওয়া শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘করোনার কারণে প্রতিষ্ঠানে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তবে এবার ভালোভাবে লেখাপড়া করবে। পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। অভিভাকদের আমি অনুরোধ করবো, তাদের আপনারা সহযোগিতা করবেন।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমরা শিশুদের পুষ্টির বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দিচ্ছি। অভিভাবক ও শিক্ষকরাও নজর রাখবেন, তারা যেন পুষ্টি বিষয়ে খেয়াল রাখে। শিক্ষার্থীদের ধমক না দিয়ে দেখতে হবে তারা কেন পারছে না এবং তাদের সেই অনুযায়ী শেখাতে হবে। শিক্ষকদের মানসিক শিক্ষা ব্যাপারে ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী ধমক দিলে ভয় পায়, তাদের সঙ্গে তাদের অবস্থা জেনে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘বাচ্চারা যাতে সবার সঙ্গে মিশে চলতে পারে, সেভাবেই শিক্ষা দিতে হবে। সেভাবেই সবাইকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ থাকছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে অনীহা দেখা দিচ্ছে। সবাইকে কিন্তু ভ্যাকসিন নিতে হবে। কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রাম পর্যায়ে নিয়ে টিকা দেওয়া হবে। শুধু পরিবারের অভিভাবক না, সবাইকে টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে।’ 

শেখ হাসিনা আরও বলেন, ‘সবাইকে সব কাজ করতে হবে। পুরুষকেও ঘরের কাজে নারীকে সহযোগিতা করতে হবে।’

আরও পড়ুন...

নতুন বই হাতে পাওয়ার আনন্দটাই আলাদা: প্রধানমন্ত্রী 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা
দুর্নীতির অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে আজ
রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো