X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৯:৫২আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:৩১

মানবপাচার প্রতিরোধে গত পাঁচ বছর ধরে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় টিয়ারের ওয়াচলিস্ট থেকে দ্বিতীয় টিয়ারে উন্নীত হয়েছে। তবে লক্ষ্য হচ্ছে প্রথমে টিয়ারে উন্নীত হওয়া এবং এ বিষয়ে চেষ্টা করে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ‘মানবপাচার রিপোর্ট-২০২২’ প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর ১৮৮টি দেশের মানবপাচার সম্পর্কিত তথ্য থাকবে ওই রিপোর্টে। এ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, মানবপাচার প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের কিছু সুপারিশও রিপোর্টে উল্লেখ থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে মানবপাচার প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমেরিকাসহ পৃথিবীর প্রায় সব দেশে এই অপরাধ হয়ে থাকে।

২০০০ সালে প্রণীত ট্রাফিকিং ভিকটিমস প্রটেকশন অ্যাক্টের জন্য মানবপাচার রিপোর্ট প্রকাশ করা স্টেট ডিপার্টমেন্টের জন্য আইনিভাবে বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, এই রিপোর্টের উদ্দেশ্য হচ্ছে— মানবপাচার বন্ধে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করা।

এই রিপোর্টে যে তথ্য-উপাত্ত ব্যবহার করা হয় সেটির বেশিরভাগ বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হয় এবং বাংলাদেশের সরকারের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এই রিপোর্টে বিভিন্ন দেশের র‌্যাংকিং করা হয় এবং এর চারটি ধাপ রয়েছে। ধাপ চারটি হচ্ছে—প্রথম টিয়ার, দ্বিতীয় টিয়ার, দ্বিতীয় টিয়ার ওয়াচলিস্ট এবং তৃতীয় টিয়ার। তৃতীয় টিয়ারে যেসব দেশ রয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতা থেকে বঞ্চিত হয়।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ