X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৯:৫২আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:৩১

মানবপাচার প্রতিরোধে গত পাঁচ বছর ধরে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় টিয়ারের ওয়াচলিস্ট থেকে দ্বিতীয় টিয়ারে উন্নীত হয়েছে। তবে লক্ষ্য হচ্ছে প্রথমে টিয়ারে উন্নীত হওয়া এবং এ বিষয়ে চেষ্টা করে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ‘মানবপাচার রিপোর্ট-২০২২’ প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর ১৮৮টি দেশের মানবপাচার সম্পর্কিত তথ্য থাকবে ওই রিপোর্টে। এ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, মানবপাচার প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের কিছু সুপারিশও রিপোর্টে উল্লেখ থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে মানবপাচার প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমেরিকাসহ পৃথিবীর প্রায় সব দেশে এই অপরাধ হয়ে থাকে।

২০০০ সালে প্রণীত ট্রাফিকিং ভিকটিমস প্রটেকশন অ্যাক্টের জন্য মানবপাচার রিপোর্ট প্রকাশ করা স্টেট ডিপার্টমেন্টের জন্য আইনিভাবে বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, এই রিপোর্টের উদ্দেশ্য হচ্ছে— মানবপাচার বন্ধে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করা।

এই রিপোর্টে যে তথ্য-উপাত্ত ব্যবহার করা হয় সেটির বেশিরভাগ বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হয় এবং বাংলাদেশের সরকারের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এই রিপোর্টে বিভিন্ন দেশের র‌্যাংকিং করা হয় এবং এর চারটি ধাপ রয়েছে। ধাপ চারটি হচ্ছে—প্রথম টিয়ার, দ্বিতীয় টিয়ার, দ্বিতীয় টিয়ার ওয়াচলিস্ট এবং তৃতীয় টিয়ার। তৃতীয় টিয়ারে যেসব দেশ রয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতা থেকে বঞ্চিত হয়।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল