চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) ঢাকা আসছেন। তার এই সফরে বেশ কয়েকটি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে। এর অনেকগুলো প্রায় চূড়ান্ত এবং বাকিগুলো নিয়ে আলোচনা চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা মোটামুটিভাবে পাঁচটি দলিল চূড়ান্ত করেছি। আশা করছি এগুলো চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরে সই হবে।
দলিলগুলো হচ্ছে, পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন, দুই দেশের মধ্যে টেলিভিশন অনুষ্ঠান বিনিময় সহযোগিতা সমঝোতা স্মারক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।