X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছয় কোম্পানির কাছে তথ্য চেয়েছে প্রতিযোগিতা কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭

অস্বাভাবিকভাবে মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার অভিযোগে ছয়টি কোম্পানি ও একজন ব্যবসায়ীর কাছে তথ্য চেয়েছে প্রতিযোগিতা কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আদালতে শুনানিতে চালের জন্য রশিদ এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ, নওগাঁর বেলকন গ্রুপের স্বত্বাধিকারী বেলাল হোসেন, চাল ও আটা-ময়দার পৃথক দুটি মামলায় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আটা-ময়দার একটি মামলায় বাংলাদেশ এডিবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালককে এজলাসে নেওয়া হয়।

অন্যদিকে ডিম ও মুরগির বাজারে কারসাজির জন্য পৃথক দুটি মামলার শুনানিতে প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নিত্যপণ্যের অস্বাভাবিকভাবে মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে এজলাসে নেওয়া হয়। ডিমের বাজারে কারসাজির অভিযোগে ডিম ব্যবসায়ী আড়ৎদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ শুনানির জন্য কমিশনের এজলাসে নেওয়া হয়।

এসময় কমিশনের চাওয়া তথ্য নির্ধারিত সময়ে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে প্রতিযোগিতা কমিশন।

বিশ্ববাজারে কাঁচামালের দাম, ফ্রেইট চার্জ ও ডলারের দাম বৃদ্ধির কারণে সাবান-শ্যাম্পুর দাম বাড়ালেও ইউনিলিভার বাংলাদেশ সেখানে প্রফিট মার্জিনে ছাড় দিচ্ছে বলে দাবি করেছে শুনানিতে।

বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের আইনজীবী জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব কোনও চালের মিল নেই। তারা অন্য মিল থেকে চাল কিনে রূপচাঁদা ও ভিওলা নামের দুটি ব্র্যান্ডে বাজারজাত করছেন। এর মধ্যে রূপচাঁদা ব্র্যান্ডের চালের দাম একটু বেশি এবং ভিওলার দাম তুলনামূলক কম।

উল্লেখ্য, পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বাজার ‘অস্থিতিশীল’ করার অভিযোগে নিত্যপণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী কোম্পানি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর ৪৪টি মামলা করে প্রতিযোগিতা কমিশন।

প্রতিযোগিতা কমিশন বলছে, বর্তমান দেশের বাজারে চাল, আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগি, টয়লেট্রিজ (সাবান, সুগন্ধি সাবান, গুঁড়া সাবান) ইত্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকটের ফলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দূর করতে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা করেছে। এর শুনানি শুরু হয়েছে গত সোমবার থেকে।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা