X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সংসদ নির্বাচন: সীমানা নিয়ে এবার মাত্র শতাধিক আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১০:৩৮আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৩৮

তিনশো সংসদীয় আসনের খসড়া নিয়ে দাবি-আপত্তি জানানোর সময় শেষ হয়েছে রবিবার। এতে শতাধিক আবেদন পড়েছে। এই সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেক কম। এবারের আবেদনগুলোতে বর্তমান সীমানা বহাল রাখার দাবি যেমন আছে, তেমনি বিদ্যমান সীমানায় আপত্তি জানিয়ে নতুন সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছর আগের সীমানা বহাল রেখেই ২৬ ফেব্রুয়ারি খসড়া সীমানা প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরমধ্যে মাত্র ছয়টি আসনে প্রশাসনিক নতুন এলাকা নাম পরিবর্তন হওয়ায় তা সংশোধনের প্রস্তাব করে ইসি।

৩০০ নির্বাচনি এলাকার খসড়া নিয়ে ১৯ মার্চ পর্যন্ত দাবি ও আপত্তি করার সময় বেঁধে দেওয়া হয়। দাবি-আপত্তির আবেদন নিয়ে শুনানি শেষে এ বছরের মাঝামাঝি এসব আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট করার কথা রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ১০০-১২০ টা আবেদন এসেছে। তিন সপ্তাহের বেশি সময় ছিল, শেষের দিকে আবেদন বেশি জমা পড়ে থাকে। রবিবার যেহেতু শেষ দিন ছিল, কয়েকদিনের সবগুলো আবেদন একীভূত করা হলে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, ‘আর সময় বাড়ানো হচ্ছে না। সব আবেদন যাচাই-বাছাই করে শুনানির সময় নির্ধারণ করা হবে, পরে কমিশন তা নিষ্পত্তি করবে।’

এই কর্মকর্তা আরও জানান, কোন জেলা, কোন আসন থেকে কতটি আবেদন পড়েছে; কতটি আপত্তি রয়েছে, সীমানা বহায় চেয়ে কতটি, নতুন সীমানা চেয়ে কতটি আবেদন রয়েছে- সব পর্যালোচনা করে বিভাগওয়ারি শুনানি করা হতে পারে নির্বাচন ভবনে।

সবশেষ ১০১৮ সালে দশম সংসদ নির্বাচনের আগে সীমানা নিয়ে ৬৩৩টি আবেদন জমা পড়ে। এরমধ্যে ২২৪টি আবেদন পড়েছিল ইসির প্রস্তাবিত সীমানা সহমত পোষণ করে। বাকি ৪০৭টি আবেদন পড়ে ১৬ জেলার ৬০টি আসনের সীমানা নিয়ে আপত্তি জানিয়ে। কমিশন চার শতাধিক আবেদনের শুনানি শেষে ২৫ আসনে পরিবর্তন এনেছিল কে এম নূরুল হুদা কমিশন।

এবার বর্তমান কমিশনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক খসড়ায় ৩০০ আসনের মধ্যে ২৯৩টি অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিটি করপোরেশন ও উপজেলা সৃষ্টি হওয়ায় সাতটি আসনে সেসব এলাকা ঠিক রেখে শুধু প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এসব বদল এসেছে ময়মনসিংহ ৪, মাদারীপুর ৩, সুনামগঞ্জ ১ ও ৩, সিলেট ১ ও ৩ এবং কক্সবাজার ৩ আসনে।

এ পর্যন্ত কুমিল্লা, সিরাজগঞ্জ, ফরিদপুর, গাজীপুর,  সাতক্ষীরা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলার বিভিন্ন আসনের সীমানা সংক্রান্ত আবেদন এখন পর্যন্ত ইসিতে জমা পড়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, সব আবেদন পাওয়ার পর দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত নিয়ে শুনানি করা হবে। শুনানিতে বক্তব্য যৌক্তিক হলে মেনে নেওয়া হবে এবং জুনের মধ্যে চূড়ান্ত করা হবে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত 
জাপা ও ১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে গণঅধিকার পরিষদের আবেদন
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি