X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক

সংঘাত সমাধান নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৬:২৫আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:৩৪

একদল চায় নির্বাচন বর্জন করে কিছু অর্জন করতে এবং আরেক দল যেকোনোভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। নির্বাচন বর্জনের মাধ্যমে কেউ যেন কিছু অর্জনের সুবিধা না পায় এবং নির্বাচনে আসে, সেই চাপ তৈরি করা যেমন দরকার, তেমনই যারা ক্ষমতাধীন তারা যেন নির্বাচন শতভাগ সঠিকভাবে পরিচালনা করতে বাধ্য হয়— সেজন্য গণমাধ্যম, সাধারণ নাগরিকের পক্ষ থেকে চাপ তৈরি করা দরকার। মনে রাখতে হবে, সংঘাত সমাধান আনবে না, বরং বিদেশিদের নাক গলানোর  সুযোগ করে দেবে। জনগণ এবার কোনও দলকে তাদের ভাগ্য নিয়ে খেলতে দেবে না।  

শনিবার (২৯ জুলাই) সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ডের নিয়মিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় আলোচনার বিষয় ছিল, ‘নির্বাচনের পথে বাংলাদেশ: রাজনীতি-ভূরাজনীতি- অর্থনীতি’।

আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘নির্বাচনের আগে আর মাত্র ৫ মাসের মতো আছে। নির্বাচন কমিশন নিয়ে আগে কখনোই প্রশ্ন উঠতো না। যখন নির্বাচন কমিশন প্রশ্নের মুখোমুখি হয়, তখন বিষয়টি হাস্যকর হয়।’ ভূ-রাজনীতির আলাপ করতে গিয়ে তিনি বলেন, ‘বাইরের শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সহযোগী শক্তি বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে চেষ্টা করছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পরে এক ধরনের পোলারাইজেশন আছে। রাশিয়া ও চীন একদিকে আছে, ভারত মাঝামাঝি জায়গায় আছে। এরমধ্যে বাংলাদেশকে যদি সঙ্গে নিতে পারে আমেরিকা, তাহলে ভারতের পাশাপাশি নতুন একটু সমীকরণ তৈরি হয়।’ সেই জায়গায় পধানমন্ত্রী শেখ হাসিনা যে শক্তিশালী অবস্থান নিয়েছেন, সেটির প্রশংসা করেন তিনি।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনে করেন, এবারের নির্বাচন আগের যেকোও নির্বাচনের চেয়ে ‘ক্রিটিক্যাল’ নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন নানা কর্মকাণ্ডে বুঝা যাচ্ছে যে, পশ্চিমা দেশ ও তাদের সমর্থকরা বাংলাদেশ ও তার আগামী নির্বাচন নিয়ে ভাবছে। এটা নির্বাচনি ইতিহাসে দেখা যায়নি। তারা হয়তো পর্যবেক্ষক পাঠায়। কিন্তু একটি দেশের নির্বাচনের সাত মাস আগে থেকে যে ধরনের আন্তর্জাতিক আবহ তৈরি হচ্ছে, সেটা কখনও চিন্তাও করিনি।’

তিনি আন্তর্জাতিক বিশ্লেষকদের উদাহরণ টেনে বলেন, ‘‘বাংলাদেশে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনকে ত্রুটিপূর্ণ নির্বাচন বলা হয়। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন, ‘যারা ত্রুটিপূর্ণ নির্বাচন করেন— তারা নির্বাচিত স্বৈরতন্ত্র কায়েম করেন।’ মনে রাখতে হবে, বাংলাদেশের মতো দেশ এখন আর তলাবিহীন ঝুড়ি না। আন্তর্জাতিক নানা সংস্থায় তার শক্তিশালী অবস্থান আছে। এসব কারণে এ নির্বাচন আন্তর্জাতিক মহলের আগ্রহের বিষয়। ১৪ জন কংগ্রেসম্যান সম্প্রতি যে ভাষায় লিখেছে, একটি সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমি হজম করতে পারছি না। এসব চিন্তার কারণ আছে।’’

অসমতা ও সুশাসন বিষয়টি সামনে থাকতে হবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ‘আমরা কেউই সংঘর্ষ ও রক্তপাত  চাই না। একজন মনে করছে, যদি নির্বাচনে না যাই— আমি মারা যাবো, আরেকজন মনে করছে, আমি যদি না জিতি তাহলে আমার ভবিষ্যৎ শেষ। এ রকম জায়গায় কোনও সমঝোতা সম্ভব না। একমাত্র সমঝোতা সম্ভব তখনই— যখন দুজনে মনে করবে যে, আমিও কিছু লাভবান হবো, সেও কিছু লাভবান হবে। সেই ফর্মুলা নেই আমি তা মনে করি না। এমনকি ভেতরে ভেতরে সে রকম ফর্মুলা নিয়ে কাজও হচ্ছে বলে আমি মনে করছি।’

মানুষ নির্বাচন চায় উল্লেখ করে আরেক আলোচক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘তাই বলে পুলিশ নৈরাজ্য তৈরি করতে দেবে না। আমাকে সম্প্রতি রাস্তায় আক্রমণ করলো, বিএনপির মিছিল থেকে আমার গাড়ি ঘিরে আক্রমণ চালালো। গণজীবনে যা করছে সেটাতো সহ্য করার কথা না। এই অগ্নিসন্ত্রাস বিএনপির ইতিহাস। সেটাতো আইনশৃঙ্খলা বাহিনী হতে দেবে না। আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বিদেশিরা যেভাবে নাক গলাচ্ছে, তা কেউ সহ্য করতে পারে না।’

এখন থেকে নির্বাচন পর্যন্ত কার সঙ্গে জনগণ কতটা আছে, সেটা যাচাইয়ের সময় উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এখন থেকে নিজেরা বুঝার চেষ্টা করবে তাদের সঙ্গে জনগণ কতটা আছে। সমাধান সবসময় জনগণ করে। কয়েকমাসের মধ্যে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে যাবে কী যাবে না। ভুলে গেলে চলবে না, সমাধান জনগণের মধ্যেই আছে, বাইরের দিকে তাকিয়ে থাকলে হবে না।’

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বলেন, ‘২০১২/১৩ সালের দিকে আমাদের জাতীয় ব্যয়ের ১২ শতাংশ ঋণ করা হতো। এখন সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭/৩৮ শতাংশ। ব্যাংকের অবস্থা খারাপ। সরকার ব্যাংক থেকে টাকা ধার নেবে, সেই টাকা ব্যাংকে নেই। এই পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত সময় হয়তো পার হতে পারবে, কিন্তু এরপরে খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনি সংঘাত কেউ চায় না। আমরা নিজেরা নিজেদের ঘর ঠিক করতে না পারলে বিদেশিরা চেপে বসবে, এটা স্বাভাবিক। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার গ্যারান্টি দিলে মানুষ ভোট দিতে আসবে। সেই চেষ্টাটা ক্ষমতাসীনদের করতে হবে।’

এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠকে আলোচনায় আরও ছিলেন সাবেক আইজিপি ড. হাসান মাহমুদ খন্দকার এবং আর্টিকেল ১৯ -এর পরিচালক ফারুক ফয়সাল।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এডিবি প্রেসিডেন্টের প্রশংসা
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
সর্বশেষ খবর
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা