প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত গুলশানে সালমান এফ রহমানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে। তবে বৈঠকের আলোচনার বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে গত ৬ জুন সালমান এফ রহমানের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত ছিলেন। গত ২১ মে-ও সালমান এফ রহমানের গুলশানের কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক হয়। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন বাংলাদেশে কর্মরত একাধিক রাষ্ট্রদূত। নির্বাচনের আগে এই বৈঠকের পরিমাণ বেড়েছে।