X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ধান সংগ্রহে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৫

চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। তবে, চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, চার লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৬৮৬ মেট্রিক টন সংগ্রহ হয়েছে। এ হিসেবে অর্জিত হয়েছে ৪৯ দশমিক ৯২ শতাংশ। একই সময়ে সাড়ে ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ১২ লাখ ৯৩ হাজার ৮৩৮ মেট্রিক টন (৮৯.২৯%)। চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের সময়সীমা ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে সময় বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুননির্ধারণ করা

কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। দেশের বর্তমান জনসংখ্যার হিসেবে ২ কোটি ১৮ লাখ ৪ হাজার মেট্রিক টন খাদ্য শস্য প্রয়োজন। অন্যদিকে গত অর্থবছরে দেশে উৎপাদন হয়েছে ৪ কোটি ২ লাখ ৯ হাজার মেট্রিক টন। অর্থাৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি। চলতি অর্থবছরেও খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই বলে জানান খাদ্যমন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ মেট্রিক টন খাবার মজুত আছে।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, তিন বছরের (২০২২-২৩ হতে ২০২৪-২৫) মধ্যে ভোজ্য তেলের আমদানি আনুমানিক ৪০ শতাংশ কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরিষার আবাদ ৬ লাখ ১০ হাজার হেক্টর হতে ৮ লাখ ১৮ হাজার হেক্টরে উন্নীত করা হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী