যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকা আসছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ইসলামাবাদ ও ঢাকা সফর করবেন।
ঢাকায় তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে কনস্যুলার বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা ও দেশটি থেকে আইনি উপায়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়েও আলোচনা হবে বলে জানায় বিবৃতিটি।