X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

মাঠ প্রশাসনের নির্বাচনি প্রশিক্ষণ শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে রবিবার (১ অক্টোবর)। এদিন চারটি ব্যাচে একশ' উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রতিটি ব্যাচকে দুদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে কমিশন। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিদ্যমান প্রশাসনকে নির্বাচন আয়োজনের উপযোগী হিসেবে গড়ে তুলতে যাচ্ছে তারা। যদিও প্রশাসনে দলীয়করণ নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে আগামী ৭ অক্টোবর বৈঠকে করবে নির্বাচন কমিশন। ওই বৈঠকে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনি আইন ও বিধির সংশোধনী এবং হালনাগাদ তথ্য অবহিতকরণ এবং সার্বিক নির্দেশনা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিগত নির্বাচনে তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের একদিনের ব্রিফিং দিতো নির্বাচন কমিশন। এবার তফসিল ঘোষণার আগেই দু’ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউএনওদের প্রশিক্ষণ শুরুর বিষয়ে জানতে চাইলে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও), ইসির বিভিন্ন বিধিমালা ও নীতিমালায় সংশোধনী এসেছে। এসব সংশোধনী ও নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, মাঠ প্রশাসনকে প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ের এক হাজার ১৪ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪১টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

ইউএনও এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ৯টি ব্যাচে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন। ডিআইজি ও পুলিশ সুপাররা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের বিদ্যমান কর্মকর্তাদের বড় অংশই আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন— এমনটি ধরেই এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি।

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আগামী ৭ অক্টোবর বৈঠকে বসছে ইসি। ওই বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নির্বাচনকেন্দ্রিক বার্তা দেওয়া হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচন প্রতিহতকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আসবে, আশা তথ্যমন্ত্রীর
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
নির্বাচনি আচরণবিধি আ.লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়: ইসি আলমগীর
সর্বশেষ খবর
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমছে না
গাজায় ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যাইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ কমছে না
শ্রম আইন ফেরতের কারণ জানালেন আইনমন্ত্রী
শ্রম আইন ফেরতের কারণ জানালেন আইনমন্ত্রী
যারা নির্বাচনে অংশ নেবে তাদের ওপর স্যাংশন আসতে পারে: সুব্রত চৌধুরী
যারা নির্বাচনে অংশ নেবে তাদের ওপর স্যাংশন আসতে পারে: সুব্রত চৌধুরী
বিদেশি মদসহ আটক যুবলীগ নেতা কারাগারে
বিদেশি মদসহ আটক যুবলীগ নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের