X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইইউ’র চার সদস্যের কারিগরি এক্সপার্ট গ্রুপ আসবে নভেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ২০:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১:০৯

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল নভেম্বরে আসছে।

দলটি ভোটের আগে পরে প্রায় দুই মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে জেনেছি পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ’র চার সদস্যের এক্সপার্ট গ্রুপ আসছে। ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত থাকবে এই টেকনিক্যাল টিম।

ইতোমধ্যে ইইউ সদর দফতরের এ সংক্রান্ত চিঠি স্থানীয় দূতাবাসের মাধ্যমে এসেছে বলে জানান কর্মকর্তারা।

গত রবিবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এক বৈঠকে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিনিধি দল। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান সাংবাদিকদের বলেন, "তারা (ইউরোপীয় ইউনিয়ন) একটা ছোট আকারের এক্সপার্ট গ্রুপকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পাঠাবে।"

গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দল বাংলাদেশে আসে। দলটি নির্বাচন কমিশনসহ অংশীজনের সঙ্গে বৈঠকও করে।

২১ সেপ্টেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ‘বাজেট স্বল্পতার’ কথা বলে আগামী নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে সিইসি যোগাযোগ অব্যাহত রেখেছেন।

পরে ২৪ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল ঢাকায় ইইউর রাষ্ট্রদূতকে চিঠির জবাব দিয়েছেন এবং পর্যবেক্ষণের বিষয়ে আহ্বান জানান। কমিশন আশা করে, ইইউ ছোট পরিসরে হলেও টিম পাঠাবে।

বাজেট স্বল্পতার কথা বলে আগে পর্যবেক্ষক না পাঠানোর কথা বললেও এবার নিজেদের অর্থেই চার সদস্যের টিম আসছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।

তিনি জানান, পর্যবেক্ষকদের তো নিজেদের খরচে আসতে হবে। কমিশনের পক্ষ থেকে শুধু ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) কিছু সদস্যকে ইনভাইট করা হয়। তাদের মধ্যে যারা আসেন তাদের ব্যয় বহন করা হয়। সরকারি খরচে পর্যবেক্ষকদের আনা হয় না।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘কারও দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না’
বিচার-সংস্কার-নির্বাচন এই তিনটা একসঙ্গে চালাতে হবে: সাকি
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার
ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আবারও নগরভবনের সামনে ইশরাক সমর্থকরা, সচিবালয় অভিমুখে লংমার্চ ঘোষণা  
আবারও নগরভবনের সামনে ইশরাক সমর্থকরা, সচিবালয় অভিমুখে লংমার্চ ঘোষণা  
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা