X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

একসঙ্গে এত উন্নয়নকাজ উদ্বোধনের কারণ জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ১২:৩৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৬:৫৭

দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ৫ হাজার ৩৬০টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসঙ্গে এত উন্নয়নকাজ উদ্বোধনের কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে নাও পারে, নতুন সরকার যেন বলতে না পারে যে বর্তমান সরকার কোনও উন্নয়ন কাজ করেনি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা। 

প্রধানমন্ত্রী তার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আজ আমরা সমবেত হয়েছি— আমরা যে উন্নয়ন কাজগুলো করলাম, সেগুলো উদ্বোধন করতে। এর পেছনের কারণ একটু বলি, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা অনেক কাজ করেছিলাম। খুলনার রূপসা ব্রিজ থেকে শুরু করে কুড়িগ্রামের ধরলা ব্রিজ, ঝালকাঠির গাবখান ব্রিজ; এছাড়াও মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ এরকম অনেক কাজ আমরা করেছিলাম। কিন্তু যেগুলো করেছি, সেগুলো উদ্বোধন করতে পারিনি। পরবর্তীতে যারা (ক্ষমতায়) এসেছে, সরকার গঠনের এক মাসের মধ্যে গাবখান ব্রিজ উদ্বোধনের সময় শুনলাম, খালেদা জিয়া (বিএনপি চেয়ারপারসন) বক্তৃতা দিচ্ছেন—আগের সরকার কোনও কাজই করেনি, উন্নয়ন করেনি।’

ছবি: ফোকাস বাংলা

বিএনপি সেসময় ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের গাবখান ব্রিজ উদ্বোধন করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এর মানে হলো এক মাসের মধ্যে তিনি (খালেদা জিয়া) একটা ব্রিজ তৈরি করে ফেলেছেন। গাবখান ব্রিজ অনেক বড় ব্রিজ, বিশাল এক নদীর ওপরে। তো আমাদের শুনতে হলো—আমরা কিছুই করিনি। তো এবার আমরা যেটুকু কাজ করেছি, সেটুকু উদ্বোধন করবো, সেটা হলো বাস্তবতা। সেজন্যই আজ এই আয়োজন। যে যেগুলো বাকি আছে, সেগুলো অন্তত করে দিয়ে যাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে ইলেকশন হবে, তারপর যদি জনগণ নৌকা মার্কায় ভোট দেয় আবার আসবো, আর না দিলে আমার কোনও আফসোস থাকবে না। কারণ, আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এটুকু তো নিশ্চিত করতে পেরেছি।’

 ছবি: ফোকাস বাংলা

‘জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। অনেকেই ভোটে আসতে চায় না। কারণ যারা এর আগে ৩০টা  আসন যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলানোই তাদের চেষ্টা।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি ‘লক’
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার আকাশ
শ্রীলঙ্কার আকাশ
মিয়ানমারে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠিয়েছে চীন
মিয়ানমারে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠিয়েছে চীন
দুবাইয়ে সম্পদ গড়া ৭০ ‘ভিআইপি’ চিহ্নিত, এনবিআরের কাছে কর নথি তলব
দুবাইয়ে সম্পদ গড়া ৭০ ‘ভিআইপি’ চিহ্নিত, এনবিআরের কাছে কর নথি তলব
ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত
ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের